এক নজরে

India Vs Newzeland: ভারত-নিউজিল্যান্ড ম্যাচ ঘিরে তীব্র উন্মাদনা শহরে

By admin

November 20, 2021

কলকাতা ব্যুরো: রবিবার ইডেনে মুখোমুখি হচ্ছে ভারত-নিউজিল্যান্ড। ইতিমধ্যে শুক্রবারই ভারত-নিউজিল্যান্ড টি টোয়েন্টি সিরিজের ফয়সালা হয়ে গিয়েছে। ভারত ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ পকেট পুরলেও তৃতীয় তথা সিরিজের শেষ ম্যাচে মাঠে নামার আগেও শহর কলকাতায় ক্রিকেটপ্রেমীদের উৎসাহ, উন্মাদনায় এতটুকু ভাঁটা পড়েনি। দীর্ঘ ২ বছর পর আবারও ইডেনে ক্রিকেট যুদ্ধ! ইডেনে শেষবার আন্তর্জাতিক ক্রিকেট হয়েছে ভারত-বাংলাদেশ পিঙ্ক বল টেস্ট ২০১৯ এর অক্টোবরে। তারপর পান্ডেমিকের কারণে খেলা বন্ধ। দুবছর পর আবারও ইডেনে আন্তর্জাতিক ক্রিকেট। উন্মাদনা যে হবেই তা বলার অপেক্ষা রাখে না। রবিবার বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ঘন্টা বাজিয়ে টি টোয়েন্টি ম্যাচের সূচনা করবেন।

করোনা পরবর্তী পরিস্থিতিতে মাঠে ফিরছে দর্শক। আর সেই নিয়ে এবার উত্তেজিত ইডেন গার্ডেন্স। তবে টিকিটের চাহিদা অতিরিক্ত। ৭০ শতাংশ টিকিটের অনুমতি দেওয়া হয়েছে ইডেনে। তবে এই পুরো টিকিটই বিক্রি হয়ে গিয়েছে। অনেকেই পাননি টিকিট। তবে দীর্ঘ ২ বছর পর এই ম্যাচ নিয়ে রীতিমতো সরগরম শহর কলকাতা।

শনিবার দুপুরেই দুই দল কলকাতায় এসে গিয়েছে বলে খবর। তবে করোনার প্রকোপ থেকে বাঁচতে ক্রিকেটারদের একটি কঠোর বাবেলের মধ্যে দিয়ে আনা হবে বলে খবর সিএবির তরফে। সম্ভবত কোনও মানুষই ক্রিকেটারদের ধারে-কাছে আসতে পারবেন না। হোটেল থেকে ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে গ্রিন করিডরের মধ্যে দিয়ে আসবে দুই দলের টিম বাস। শুধু তাই নয় ইডেনের বাইরে আলাদা করে টিম বাস দাঁড় করানোর জায়গা করা হবে সেখান থেকেই অন্য রাস্তা দিয়ে সুরক্ষা বলয়ের মধ্যে দিয়ে ভারত ও নিউজিল্যান্ডের  ক্রিকেটাররা মাঠে ঢুকে যাবেন। শুধু তাই নয় রাস্তার মধ্যেও ঘিরে দেওয়া হতে পারে সুরক্ষার জন্য।

ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের টি-২০ সিরিজের ভেনু ঘোষণা হওয়ার পর থেকেই কলকাতায় শুরু হয়ে গিয়েছিল উৎসবের মেজাজ। ইডেনে হতে চলা ভারত-নিউজিল্যান্ড ম্যাচের টিকিটের চাহিদা এমনই যে, মাত্র ১৫-২০ মিনিটের মধ্যেই ইডেনের টিকিট শেষ হয়েগেছে। করোনার কারণে দীর্ঘদিন দেশের মাঠে কোনও ক্রিকেট ম্যাচ হয়নি। তারপর ধীরে ধীরে ম্যাচ শুরু হলেও মাঠে দর্শকদের উপস্থিতির ওপর ছিল নিষেধাজ্ঞা। কিন্তু এবার সেই সব বাধা অনেকটাই শিথিল হয়েছে। ইতিমধ্যে পুরো ইডেন চত্বর কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে। মতায়েন করা হয়েছে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী।

সিএবির কোষাধ্যক্ষ দেবাশিষ গঙ্গোপাধ্যায় বলেন, ‘অনলাইনে বিক্রি করার জন্য আমরা প্রায় ১৫০০ টিকিট প্রকাশ করেছিলাম। কিন্তু মাত্র ১৫-২০ মিনিটের মধ্যে সমস্ত টিকিট বিক্রি হয়ে যায়। এর থেকেই আন্দাজ করা যায় ফ্যানেদের মধ্যে কীরকম উৎসাহ রয়েছে।’

তবে এত বছর পর ইডেনে খেলা হচ্ছে, আর শেষ মুহূর্তে টিকিটের কালোবাজারি হবে না সেটা কেমন করে হয়? হ্যাঁ শনিবার সকাল থেকে ইডেনের সামনে দেখা যাচ্ছে তেমনই ছবি। প্রায় তিন ডবল দামে  বিক্রি হচ্ছে এক একটা টিকিট। অনলাইনে টিকিট শেষ। বিক্রি হচ্ছে না অফলাইনে। যদিও এই নিয়ে প্রতিক্রিয়া মেলেনি সিএবির।