এক নজরে

স্পুটনিক ভ্যাকসিন নিয়ে ভারত রাশিয়া কথা

By admin

August 25, 2020

কলকাতা ব্যুরো : স্পুটনিক ভ্যাকসিন নিয়ে ভারতের সঙ্গে রাশিয়ার কথা শুরু হলো। সরকারী সূত্রে জানা যাচ্ছে, দিল্লির সঙ্গে রুশ রাষ্ট্রদূত যোগাযোগ করেছেন। আইসিএমআর-র সঙ্গেও কথা হয়েছে রুশ রাষ্ট্রদূতের। বেশ কিছুদিন ধরেই মস্কোর ভারতীয় দূতাবাসের তরফে গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট ও রুশ ডিফেন্স মন্ত্রকের সঙ্গে কথাবার্তা চালানো হচ্ছিল এই ভ্যাকসিন নিয়ে। ট্র্যায়াল ও কার্যকারিতা সংক্রান্ত তথ্য ও চাওয়া হয়েছিল। খবর পাওয়া গেছে, আইসিএমআর ও বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের তরফে ভ্যাকসিনটি সম্পর্কে তথ্যও চাওয়া হয়। উল্লেখ্য রাশিয়া বেশ কিছুদিন ধরে দাবি করছিল যে দেশগুলিকে রাশিয়া ভ্যাকসিনের ক্ষেত্রে অগ্রাধিকার দিচ্ছে তার মধ্যে ভারত একটি। ১১ আগষ্ট ভ্লাদিমির পুতিন জানান, তাঁর স্বাস্থ্য মন্ত্রক এই ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে।