এক নজরে

৫ উইকেটে পাকিস্তানকে হারাল ভারত

By admin

August 29, 2022

কলকাতা ব্যুরো: টি-টোয়েন্টি বিশ্বকাপে হারের বদলা নিল ভারত। এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে পথ চলা শুরু করলো মেন ইন ব্লু। রবিবাসরীয় ম্যাচে পাকিস্তানের টার্গেট দেওয়া রান তাড়া করতে গিয়ে শেষের দিকে বেশ চাপে পড়ে যায় ভারত। শেষ ওভারে রবীন্দ্র জাদেজা ফিরে যাওয়ায় সেই চাপ আরও বাড়ে। কিন্তু তরুণ তুর্কি হার্দিক পান্ডিয়া মাথা ঠান্ডা রেখে ছক্কা হাঁকিয়ে জেতালেন ভারতকে। পাশাপাশি এদিনের ম্যাচে বল হাতেও জাদু দেখান তিনি। ৫ উইকেটে প্রথম ম্যাচ জিতে শুরুটা ভালই করল ভারত।

রবিবার টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠায় ভারত। এদিন অবশ্য বাবর আজম (১০) ও ফকর জামান (১০) ব্যর্থ হলেও রিজওয়ান ৪৩ রান করেন। পাক উইকেট কিপারই সর্বোচ্চ রান করেন। রিজওয়ানের পরে ইফতিকার আহমেদ (২৮) রান করেন। তবে এদিন পাকিস্তানের পরে মিডল অর্ডারে কেউই সেভাবে রান পাননি। শেষের দিকে হ্যারিস রউফ ( অপরাজিত ১৩) ও শাহনাওয়াজ দাহানির (১৬) ব্যাটিংয়ের সুবাদে পাকিস্তান করে ১৪৭ রান। যদিও পুরো ২০ ওভার খেলতে পারেনি পাকিস্তান। অন্যদিকে ভারতীয় বোলারদের মধ্যে ভুবনেশ্বর কুমার ৪টি, হার্দিক পান্ডিয়া ৩টি, অর্শদীপ সিং ২টি এবং আবেশ খান ১টি উইকেট নেন।

শাহিন শাহ আফ্রিদি চোটের জন্য ছিটকে গেলেও এদিনের ম্যাচে নাসিম শাহ ইনিংসের শুরুতে ভারতীয় ব্যাটসম্যানদের পরীক্ষা নিলেন। তরুণ পাক পেসার শুরুতেই শূন্য রানে তুলে নেন লোকেশ রাহুলকে। ক্রিজে সদ্য আসা বিরাট কোহলিকে দ্বিতীয় বলে প্রায় আউটই করে ফেলছিলেন নাসিম। তবে রোহিত ফেরার কিছুক্ষণের মধ্যেই প্রায় একই ভাবে আউট হন কোহলিও। ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন বিরাট। কিন্তু মহম্মদ নওয়াজকে তুলে মারতে গিয়ে নিজের উইকেট দিয়ে আসেন। ৩৪ বলে ৩৫ রান করে ডাগ আউটে ফেরেন কোহলি। এরপরই চাপ অনুভব করতে শুরু করে ভারত। তবে সূর্যকুমার যাদব ও রবীন্দ্র জাদেজা স্কোরবোর্ডে ৩৬ রান জুড়ে ইনিংস মেরামতির কাজ করেন। কিন্তু নাসিম শাহ এসে ফের জুটি ভাঙেন। সূর্যকুমার যাদবকে বোল্ড করেন নাসিম।

শেষ ৪ ওভারে জেতার জন্য ভারতের দরকার ছিল ৪১ রান। রবীন্দ্র জাদেজা ও হার্দিক পান্ডিয়া ৫২ রানের পার্টনারিশপ গড়ে চাপ কমালেও জেতার রাস্তা বেশ কঠিন হয়ে উঠছিল। শেষ ওভারে জাদেজা (৩৫) আউট হওয়ায় চাপ আরও বাড়ে। জেতার জন্য ৫ বলে ৭ রান দরকার, এমন অবস্থায় হার্দিক পান্ডিয়া ত্রাতা হয়ে ওঠেন। ছক্কা হাঁকিয়ে ভারতকে জেতান। লাস্ট অর্থাৎ ২০ ওভারের দু’বল বাকি থাকতেই জেতার জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত।