২১ এর ধর্মযুদ্ধ

৩য় দফায় ৩ জেলার ৩১টি কেন্দ্রে সকাল থেকেই লম্বা লাইন, বিক্ষিপ্ত ঘটনা বিভিন্ন কেন্দ্রে

By admin

April 06, 2021

কলকাতা ব্যুরো: দক্ষিণ ২৪ পরগনার ১৬টি আসন এবং হাওড়া ও হুগলির যথাক্রমে ৭ ও ৮টি আসন নিয়েই হচ্ছে ৩য় দফার ভোট। সকাল ৭ টা বাজতে না বাজতেই বুথগুলোলে পড়েছে লম্বা লাইন। রাজ্যে প্রথম ও দ্বিতীয় দফার ভোটগ্রহণ আপাতদৃষ্টিতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও তৃতীয় দফার ভোটের আগে রাজনৈতিক মহল থেকে আসছে নানাবিধ অভিযোগ। সোমবার রাতে বাগনানে আক্রান্ত তৃণমূলের বুথ সভাপতি যৌগীবর নাগ। বিজেপির বিরুদ্ধে তিনি অভিযোগ এনেছেন যে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চেষ্টা করা হয়েছিল। অন্যদিকে গোঘাটের বদনগঞ্জ এলাকায় বিজেপি সমর্থক পরিবারের এক মহিলাকে খুন করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।মঙ্গলবার সকাল থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়ায় সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে, যে হেতু মঙ্গলবারের ৩১টির মধ্যে সব চেয়ে বেশি আসন দক্ষিণ ২৪ পরগনায়, তাই এই জেলায় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও বেশি। প্রথম দু’দফাতেই এ বার ভাল ভোট পড়েছে। কমিশনের হিসাব অনুযায়ী প্রথম দফায় ভোট পড়েছে ৮৪.৬৩ শতাংশ। আর দ্বিতীয় দফায় ৮৬.১১ শতাংশ। কমিশনের লক্ষ্য, তৃতীয় দফায় ভোটের হার আরও বাড়ানো। তৃতীয় দফার ভোটের হার যে এবারও আশির ঘরে ঢুকতে চলেছে তা সকালেই লম্বা লাইন থেকে অনুমান করা যেতে পারে।তৃতীয় দফার ভোটে ৬১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে কমিশন। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর পুলিশ জেলায় ১৩০ কোম্পানি, ডায়মন্ড হারবার পুলিশ জেলায় ১১৩ কোম্পানি, সুন্দরবনে ৬৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। হুগলি জেলায় ১৬৭ কোম্পানি, হাওড়া গ্রামীণে ১৩৩ কোম্পানি, হাওড়া কমিশনারেটে ১১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। প্রতিটি বুথেই আধা সেনা রাখা হয়েছে। ভোট শান্তিপূর্ণ করতে, ‘ওয়েব কাস্টিং’-এর উপরেও জোর দেওয়া হচ্ছে।