এক নজরে

স্বাধীনতার ৭৫ বছরে আলো ঝলমলে দেশ থেকে রাজ্য; দেখুন ছবি!

By admin

August 15, 2022

কলকাতা ব্যুরো: রাত পোহালেই ৭৫তম স্বাধীনতা দিবস বর্ষপূর্তি। দোরগোড়ায় কড়া নাড়ছে স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি । স্বাধীনতা দিবস উপলক্ষে তিরঙ্গা আলোয় সেজে উঠেছে দেশ থেকে রাজ্য। ভারতবাসীর মনে একটাই ডাক বন্দে মাতরম। শুরু হয়ে গিয়েছে ‘আজাদি কা অমৃত মহোৎসব’। দেশ জুড়ে পালিত হচ্ছে স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তি উৎসব। কলকাতা মহানগরীও মেতেছে সেই উৎসবে। আলোকিত রাজভবন থেকে শুরু করে হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া মেমোরিয়াল, কলকাতা হাইকোর্ট, রেড রোড, হাওড়া ও শিয়ালদহ, আসানসোল স্টেশন। এছাড়া সেজে উঠেছে শহরের একাধিক অভিজাত রেস্তোরাঁও। যেদিকেই চোখ যাচ্ছে স্বাধীনতার ৭৫ বছরকে সামনে রেখে দেশ তথা রাজ্য সেজে উঠেছে গেরুয়া, সাদা ও সবুজ আলোয়।

সোমবার ১৫ আগস্ট স্বাধীনতা দিবস। মহা ধুমধামে এই মহোৎসব উদযাপন করার জন্য চলছে প্রস্তুতি। স্কুল-কলেজে তো বটেই, পাড়ায় পাড়ায় জাতীয় পতাকা উত্তোলনের ব্যবস্থা হচ্ছে। স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজন করা হচ্ছে নানা অনুষ্ঠান। তবে সোমবার বাংলার মূল সরকারি অনুষ্ঠানটি হবে রেড রোডে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল লা গণেশন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের নেতা মন্ত্রীরা।

এ দিকে শহরের আইকনগুলি জাতীয় পতাকার তেরঙা আলোয় আলোকিত করা হয়েছে। শুধু তাই নয়, বহু রাস্তাও আলোকিত করা হয়েছে।