এক নজরে

Weather Updates: রোদ্দুর থাকলেও বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের

By admin

February 18, 2022

কলকাতা ব্যুরো: পারদের ওঠা নামায় ঠান্ডার অস্তিত্ব এখনও জারি। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার শুষ্ক আবহাওয়া থাকবে দুই বঙ্গে ৷ আগামিকাল অর্থাৎ শনিবার থেকে আকাশ কালো হবে। একই সঙ্গে রাতের তাপমাত্রাও বাড়তে শুরু করবে। দিনে হাল্কা গরম লাগলেও সূর্য ডোবার পরেই ঠান্ডার একটা চোরা স্রোত রয়েছে। যার প্রভাবে হালকা গরম জামা গায়ে রাখলেও অস্বস্তি হচ্ছে না।

চলতি সপ্তাহের পরে এই আবহাওয়া কেটে যাবে। মেঘলা আকাশ, রাতের তাপমাত্রার বৃদ্ধিতে ফের ঝঞ্ঝার কাঁটা এবং বঙ্গোপসাগরের থেকে জলীয় বাষ্পের যুগলবন্দির ইঙ্গিত। ফলে সপ্তাহান্তে ফের বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আলিপুর ।

শুক্রবার কলকাতা এবং তার আশপাশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। শুক্রবার রৌদ্রজ্জ্বল দিনের আভাস রয়েছে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৮ এবং ১৭ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে । উত্তরবঙ্গের সিকিম, দার্জিলিং ও কালিম্পংয়ের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।