এক নজরে

বাংলার বিধানসভা ভোটের ইস্যু করতেই ইছামতীর ঘটনা জিইয়ে রাখা হচ্ছে, বিস্ফোরক মেঘালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী

By admin

October 22, 2020

কলকাতা ব্যুরো: দুর্গাপুজোকে কেন্দ্র করে যাতে মেঘালয়ের বাঙালি অধ্যুষিত এলাকায় কোনরকম গোলমাল না ছড়ায় সে ব্যাপারে বাড়তি সর্তকতা নিয়েছে মেঘালয় সরকার। সেখানকার স্বরাষ্ট্রমন্ত্রী লাকমেন রিমবু এ কথা জানিয়ে বলেছেন, কোনমতেই যাতে কেউ কোন গুজবে কান না দেন, সে ব্যাপারে নাগরিকদের বারবার সতর্ক করা হচ্ছে। মূলত সোশ্যাল মিডিয়ায় দুষ্কৃতীরা ভুয়া খবর ছড়িয়ে দিয়ে উত্তেজনা তৈরীর চেষ্টা করে। কিন্তু মেঘালয় স্থানীয় এবং বাইরে থেকে আসা সব পক্ষই শান্তিতে বসবাস করে।

পশ্চিমবঙ্গে আগামী বছর বিধানসভা ভোটের দিকে তাকিয়ে ইছামতীর ঘটনাকে জিইয়ে রাখা হচ্ছে বলে অভিযোগ করেন মেঘালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী। তার বক্তব্য, আমরা জানি পশ্চিমবঙ্গে ২০২১ এর মে মাসে বিধানসভা ভোট হওয়ার কথা আছে। হতে পারে, কোন জরুরী কারণে তাই এই ইস্যুটাকে নির্বাচনের সঙ্গে যুক্ত করার চেষ্টা হচ্ছে। কিন্তু এখানে যে বাঙালিরা বসবাস করেন তারা যথেষ্টই নিরাপদে রয়েছেন বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।এমনভাবে ইস্যু জিইয়ে রাখার চেষ্টা হলে আসলে ওই বাঙালি পরিবারগুলি আরো বেশি ভয়ের মধ্যে থাকবেন কিন্তু এখানে বাঙালিরা যথেষ্টই নিরাপদে বসবাস করেন। ইছামতীর ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজ্যের গঠিত দুটি তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছে বলেও তিনি জানিয়েছেন। জাতীয় শিশু সুরক্ষা অধিকার রক্ষা কমিশনের কাছে সেই রিপোর্ট পাঠানো হয়েছে। পূর্ব খাসির ডেপুটি কমিশনার এ ব্যাপারে তদন্ত করেছেন। এছাড়াও রাজ্যের তরফে তদন্ত করা হয়েছে বলে জানিয়েছেন রি ।কয়েক মাস আগে পূর্বক খাসির বাঙালি অধ্যুষিত ইছামতি এলাকায় কিছু গোলমাল হয়। যা নিয়ে জাতীয় স্তরে শোরগোল পড়ে গিয়েছিল। সেখানে ভুয়া খবর ছড়ানো হয়েছিল বলে দাবি করেছেন মেঘালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও পশ্চিমবাংলার নির্বাচনের সঙ্গে যুক্ত করার চেষ্টা হচ্ছে বলে তিনি অভিযোগ করলেও কে বা কারা ওই ঘটনার পিছনে রয়েছে, সে ব্যাপারে কোনো মন্তব্য করেননি মেঘালয়ে এন ডি এ র জোটের সমর্থক ন্যাশনাল পিপলস পার্টির সরকারের এই মন্ত্রী।