এক নজরে

জানতাম দিদি পাশে থাকবেন

By admin

August 15, 2022

কলকাতা ব্যুরো: গ্রেফতার হওয়ার কয়েকদিন আগে থেকেই দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর ‘দূরত্ব’ তৈরি হয়েছিল। খবর ছড়িয়েছিল, তাঁর ফোন নাকি ধরছিলেন না দলের নামজাদা নেতারা! কিন্তু গ্রেফতার হওয়ার চারদিনের মাথায় অর্থাৎ রবিবারই সেই অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়েছেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে সিবিআই হেফাজতে থাকলেও এখন খানিকটা স্বস্তিতে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। রবিবার অনুব্রতর সঙ্গে দেখা করে বেরিয়ে তাঁর আইনজীবী সে-রকম ইঙ্গিতই দিলেন।অনুব্রতর আইনজীবী অনির্বাণ অনির্বাণ গুহঠাকুরতা বলেন, দলনেত্রী ওঁকে সমর্থন করেছেন বলে উনি জানতে পেরেছেন। এতে ওঁর আত্মবিশ্বাস কিছুটা বেড়েছে। উনি বলেছেন, আমি জানতাম দিদি আমার পাশে এসে দাঁড়াবেন। অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছে আমাকে। আমার সঙ্গে কোনও ভাবে এই ঘটনার যোগ নেই। এদিকে দলনেত্রীর পাশে থাকার বার্তা পেয়ে অসুস্থ অনুব্রত মণ্ডল বেশ খানিকটা স্বস্তি পেয়েছেন বলে দাবি আইনজীবীর।রবিবার অনুব্রত মণ্ডলের গ্রেফতারি নিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর প্রশ্ন ছিল, অনুব্রতকে গ্রেফতার করলেন কেন? কী করেছিল কেষ্ট? কেষ্টকে জেলে আটকালে কী হবে? মমতার কথায়, ওদের এজেন্সির কিছু লোক রয়েছে, তাঁদের টাকা দিয়ে পোষে। মাঝরাতে কেন সিবিআই বাড়িতে ঢুকছে? কেষ্টর বাড়িতে সিবিআই তাণ্ডব চালিয়েছে বলে দাবি করেন তিনি।গরু পাচার মামলায় বৃহস্পতিবার বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। ভারতীয় দণ্ডবিধির ১২০বি ধারায় এবং আর্থিক দুর্নীতি দমন আইনের ৭, ১০, ১১ এবং ১২ নম্বর ধারায় অভিযোগ দায়ের হয়েছে তাঁর নামে। গরু পাচার নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কড়া ভাষায় নিশানা করেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, গরু পাচার ঠেকানোর দায়িত্ব কেন্দ্রের। কেন্দ্রীয় বাহিনীই দেশের সীমান্ত দেখভাল করে। যা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন।