এক নজরে

রাজ্যের বিরোধী ১৭ নেতা-নেত্রীর বিপুল সম্পত্তি বৃদ্ধি

By admin

August 18, 2022

কলকাতা ব্যুরো: সম্পত্তি বৃদ্ধি মামলায় এবার কলকাতা হাইকোর্টের নজরে আসতে চলেছে শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারী-সহ মোট ১৭ জন বিরোধী দলের নেতা-নেত্রীর নাম। বৃহস্পতিবার এই ১৭ জন নেতার সম্পত্তি বৃদ্ধির বিষয়টি নজরে আনতে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। ১৭ জনের তালিকায় আছে মহম্মদ সেলিম, আবদুল মান্নান, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়দের মতো নেতানেত্রীদের নামও।

এক নজরে দেখে নিন কাদের নাম রয়েছে তালিকায়!শিশির অধিকারীশুভেন্দু অধিকারীদিব্যেন্দু অধিকারীলকেট চট্টোপাধ্যায়দিলীপ ঘোষসৌমিত্র খাঁমনোজ কুমার ওঁরাওআব্দুল মান্নানমিহির ঘোষঅগ্নিমিত্রা পলশমীক ভট্টাচার্যতন্ময় ভট্টাচার্যশীলভদ্র দত্তবিশ্বজিৎ সিনহাঅনুপম হাজরামহম্মদ সেলিমজিতেন্দ্র তিওয়ারি

প্রসঙ্গত, গত ৮ আগস্ট তৃণমূল কংগ্রেস শিবিরের বর্তমান, প্রাক্তন মন্ত্রী এবং বিধায়ক মিলিয়ে মোট ১৯ জনের সম্পত্তি বৃদ্ধি নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে অর্থাৎ ইডিকে যুক্ত করার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। রাজ্যের বিরোধী শিবিরের ৩০ জন নেতার সম্পত্তি বৃদ্ধি মামলাতেও ইডিকে সংযুক্ত করানোর কথা বলা হয়। এবার সেই সম্পত্তি বৃদ্ধির তালিকায় হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করতে বিরোধী শিবিরের ১৭ জন নেতা-ন্রেত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করলেন আইনজীবী অভিজিৎ সরকার।