এক নজরে

#StockMarket : বাজারে (Share Market)এখনো রয়েছে বুল রানের আশা

By admin

July 05, 2022

Mainak sharma(portfolio manager and analysts, Anand Rathi share and stock brokers limited)Contact 8759689108

যা শেষ ভালো তা সবই ভালো , কিন্তু দুই বাজার ( Share Market ) সূচক আজ শুরু ভালো হলেও শেষের দিকটা ভালো হয়নি আজ। বুল রানের আশা দেখলেও নিফটি আজ বন্ধ হয় ১৬৮০১০ ও সেনসেক্স বন্ধ হয় ৫৩১৩৪ র ঘরেই। অর্থাৎ আজও নিফটি ১৫৯০০ র উপরে উঠে বন্ধ হতে পারেনি।

শুরুর দিকে ভালো হলেও এই বিক্রি ১৫ ,৯০০ এবং ১৬ ,১৭২ স্তরের মধ্যে থেকে এসেছে। যদি বাজার ( Share Maket ) সূচকটি ১৫ ,৬৬১ স্তরের নীচে চলে যায় তবে এটি পুলব্যাক সমাবেশের সমাপ্তির সংকেত দিতে পারে, যা ১৫ ,১৮৩ স্তরের নিচু থেকে জায়গায় রয়েছে। সে ক্ষত্রে লক্ষ হবে ১৫৫১১ আবার যেতে পারে গত মাসের সর্ব নিম্নে (১৫১৮৩)। আবার বি এস ই সেনসেক্সের সর্বোচ্চ যায় ৫৩৮২২।

নিফটি যদি আবার ১৫৭৮৫ র এলাকাকে ধরে রাখতে পারে সে ক্ষত্রে আবার বুল রেনের প্রচেষ্টা হবে ১৬১৭২ র দিকেই। .৮৮ শতাংশ কমে আজ অস্হিরতার সূচক ইন্ডিয়া ভিক্স র মান ২০.৭৯ যা পরবর্তী ৩০ দিনের মধ্যে বাজারে প্রত্যাশিত অস্থিরতার ইঙ্গিত করে।

অপসন ফ্রন্টের দিকে তাকালে সর্বোচ্চ কল ছিল ১৬ ,০০০ স্ট্রাইক এর পরে ১৬ ,২০০ এবং ১৬ ,৩০০ স্ট্রাইক, কল লেখার সাথে ১৫ ,৯০০ স্ট্রাইক তারপর ১৬ ,০০০ স্ট্রাইক। মানে এই যে আসন্ন সেশনে নিফটি ১৫ ,৫০০ থেকে ১৬ ,৩০০ এর ট্রেডিং রেঞ্জ দেখতে পারে।

নিফটির মতনই বেয়ারিশ ক্যান্ডেল তৈরী হয় ব্যাঙ্ক সূচক কে। ব্যাঙ্কিং সূচকটি ৩৪ ,০০০ মার্কের উপরে খোলে এবং ৪০০ পয়েন্টের বেশি উপরে ওঠার পর দিনের সর্বোচ্চ ৩৪ ,৩৬১ -এ পৌঁছায় কিন্তু পরবর্তী অংশে বিক্রির ফলে সূচকটি ৩৩ ,৭৫৭ -এ নেমে আসে।

নজরে থাকবে JUBLFOOD ও chalet হোটেল।