%%sitename%%

এক নজরে

ভুয়া করোনা রিপোর্ট হোম ডেলিভারি

By admin

August 01, 2020

কলকাতা ব্যুরো: বাড়ি থেকে নমুনা নিয়ে গিয়ে করোনা নেগেটিভ বলে রিপোর্ট দেওয়া হয়। অথচ রোগীর অসুস্থতা কমার লক্ষণ নেই। শেষে বাঙ্গুর হাসপাতালে ফের পাঠানো হয় নমুনা। সেখান থেকে করোনা পজিটিভ রিপোর্ট আসে। ইতিমধ্যে অসুস্থতা তীব্র আকার নেয়। মারা যান বৃদ্ধ বিমল সিং। তার স্ত্রী নেতাজি নগর থানায় অভিযোগ করলে কলকাতা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

ধৃতদের মধ্যে দুজন সরকারি হাসপাতালের চুক্তিভিত্তিক কর্মী। ধৃত ইন্দ্রজিত শিকদার, আরজিকর হাসপাতালের চুক্তিভিত্তিক ল্যাব কর্মী, বিশ্বজিত শিকদার এস এস কেএমের ল্যাবকর্মী। অপর ধৃত অনীত পারেখ বাড়ি বাড়ি ঘুরে কোভিডের নমুনা সংগ্রহ করতো। বিশ্বজিত ও ইন্দ্রজিতকে রিজেন্ট পার্ক এলাকা থেকে এবং অনীতকে হরিদেবপুর এলাকা থেকে গ্রেপ্তার করে নেতাজিনগর থানা।বিমল সিংযের স্ত্রী নেতাজীনগর থানায় অভিযোগ করে বাড়ি থেকে নমুনা নিয়ে যাওয়া এবং মিথ্যে নেগেটিভ রিপোর্ট দেওয়ার অভিযোগ করেন।