ভালো-বাসা

ঘর সাজান নিজের রুচি অনুযায়ী

By admin

October 08, 2020

দেবশ্রী বক্সী

কেউ ভালো বাসেন সংগীত। কারো আবার পছন্দ বই। কেউ পছন্দ করেন লোকশিল্প। কারো আবার পছন্দ গাছপালা। যাই হোক না কেন, নিজের ঘর সাজান নিজের রুচি এবং পছন্দ অনুযায়ী। কারণ, দিনের শেষে সেটাই কিন্তু আপনার বিশ্রাম ও আরামের জায়গা। সেটা যেন অন্তত দু’ দণ্ড প্রানের আরাম দিতে পারে আপনাকে। আধুনিক গৃহসজ্জার সেটাই মূল নীতি। বাংলায় বলা হয়, আপনার ব্যবহারই আপনার পরিচয়। গৃহসজ্জার ক্ষেত্রেও খাটে সে কথা। আপনার ঘরই আপনার পরিচয়। গরিব, আমীর, নির্বিশেষে খাটে একথা। আড়ম্বর না থাক, অন্তত সাঁওতাল পরিবারের কোনো ঘর তার নিকোনো উঠোন এবং দেওয়ালের আল্পনাই বহন করে তার ঐতিহ্য, সংস্কৃতি ও রুচির পরিচয়।