ভালো-বাসা

ফেংশুই এবং স্বাস্থ্যের ওপর এর প্রভাব

By admin

September 27, 2020

সম্বিৎ চ্যাটার্জি

এর আগে ফেংশুই সম্পর্কে সাধারণ ধারণা নিয়ে আলোচনা করা হয়েছে।এছাড়া শেং চি (SHENG QI) এবং শা চি ( SHA QI), এদের প্রভাব ইত্যাদি সম্পর্কে বলা হয়েছে। আজ স্বাস্থ্য সম্পর্কিত ক্ষেত্রে ফেংশুই এর প্রভাব সম্পর্কে আলোচনা করব।

আমরা আগেই জেনেছি, শেং চি আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে যেমন শুভ প্রভাব ফেলতে পারে, তেমনি শা চি ফেলতে পারে খারাপ প্রভাব।স্বাস্থ্যের ক্ষেত্রেও একথা সমানভাবে সত্যি।উপাদানগত বৈষম্যের (ELEMENTAL IMBALANCE) কারণে সৃষ্টি হওয়া শা চি ডেকে আনতে পারে নানা অবাঞ্ছিত রোগ-অসুখ ইত্যাদি। তাই, ঘরের আসবাবপত্র, রং ইত্যাদির নির্বাচন এমন হওয়া দরকার যাতে শেং চি এর অবাধ প্রবাহ (FLOW) এর সংস্পর্শে থাকা সম্ভব হয়। কিভাবে? আসুন, দেখা যাক ।

প্রথমেই জেনে রাখা ভালো, ফ্ল্যাট/বাড়ি/বাসস্থানের কেন্দ্রবিন্দু (CENTRE POINT) কে রাখতে হবে কোনরকম ভারী বস্তু বা আবর্জনা থেকে মুক্ত । এই স্থানে কোনরকম ময়লা ,আবর্জনা বা জিনিসপত্রের স্তূপ থাকলে তা থেকে সৃষ্টি হতে পারে অবাঞ্ছিত শা চি । তাই চেষ্টা করুন , বাসস্থানের ঠিক মধ্যবর্তী অংশ যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে।

এবার নজর দেওয়া যাক রান্নাঘরের দিকে । এখানে কোনো আবর্জনা জমে নেই তো ? প্রতিদিনের কাজকর্ম হয়ে যাওয়ার পর বর্জ্যবস্তু ফেলে দেওয়া হচ্ছে তো? এছাড়াও দেখা দরকার কোনো উপাদানগতসংঘাত (ELEMENTAL CLASH) তৈরি হচ্ছে কিনা।যেমন, যে দিকে রান্নাঘর রয়েছে , সেই দিক অনুযায়ী গ্যাস ওভেন এর নিচে কাউন্টার এর রং ঠিক আছে কিনা ।আগুন ও জলের কাছাকাছি অবস্থান কোনো FIRE-WATER CLASH তৈরি করছে কিনা । অনেক সময় ভুলদিকে রান্নাঘর থাকার ফলে তা স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলতে পারে।এগুলি সবই REMEDY এর মাধ্যমে ঠিক করে খারাপ প্রভাবকে কাটিয়ে তোলা সম্ভব ।

সঠিকভাবে সমস্যাকে চিহ্নিত করা এবং উপযুক্ত উপায়ে তার সঠিক সমাধান আমাদের জীবনে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়িয়ে তুলতে পারে ।তাই ফেংশুই এর সঠিক প্রয়োগ এর মাধ্যমে জীবন হয়ে উঠুক রোগমুক্ত, উপভোগ্য ও আনন্দময়।

SAMBIT CHATTERJEEWellness Advisor and Founder Vaastu ConsultantSOLVEVAASTU.COMCONTACT/WHATSAPP : 9831225933MAIL : info@solvevaastu.com/vastusambit1@gmail.com