এরিকা ও জিজি প্যান্টের মতোই মানিপ্লান্ট অধিক মাত্রায় অক্সিজেন দেওয়ার সাথে সাথে বাতাসকে বেঞ্জিন, ফরমালিন,কার্বন মনোক্সাইড জাইলিন জাতীয় দূষককে মুক্ত করে।
এই গাছের সঙ্গে উপরোক্ত গাছ দুটির সয়েল ও ওয়াটারিং ইত্যাদি অনেক মিল থাকলেও স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য আছে। যা আমাদের দৈনন্দিন জীবনের ভালো থাকতে সাহায্য করে। মানসিক চাপ, দুশ্চিন্তা, উদ্বেগ ইত্যাদি নিবারণ হওয়ার সাথে সাথে স্লিপিং ডিজর্ডার দূর হয়। ফলে ব্লাড প্রেসার স্বাভাবিক হয়ে থাকে।
বাস্তু ও ফেংসুই-র মতে,এই মানিপ্লান্টটি ইনডোরে যে কোনো রুমের দক্ষিণ-পূর্ব কোণে রাখতে পারলে সম্পর্কের বন্ধন দৃঢ় হয়। সুখ-সমৃদ্ধি শান্তি ও অর্থলাভ হয় ও নেগেটিভ এনার্জি দূর করে, উত্তরের প্রবেশপথে গাছটি রাখলে নতুন পথে আয়ের সম্ভাবনা ঘটে।
রান্নাঘরে লাল রঙের কোন বস্তুর পাশে বা ইস্ট-ওয়েস্ট ডাইরেকশনে এই গাছটিকে না রাখাই বাঞ্ছনীয়। Anti-Radiation হওয়ায় যে কোনো ইলেকট্রনিক যেমন ওয়াশিং মেশিন টিভি কম্পিউটারের উপরে বা পাশে রাখা উচিত।
নীল কিংবা সবুজ রঙের পাব বোতলে রাখলেই গাছ বেশি ফল দেয়। মোট কথা বাইরে নয়, কেবল মাত্র ঘরে রাখলে শুভ ফল পাওয়া যায়।
খুব সহজভাবে এই গাছটির কেয়ার নেওয়া যায় ১২ ফুট পর্যন্ত এই গাছটি বৃদ্ধি হয়। Proper drained soil হওয়া প্রয়োজন, সঠিক মাত্রায় কোকো পিট, বালি মিশ্রিত মাটি হওয়াই বাঞ্ছনীয়। গাছটি হিউমিডিটি ভালবাসলেও মাটির উপরে কিছুটা লেয়ারের শুকনোর পরই জল দিতে হবে।
Direct Sunlight কোনভাবেই পছন্দ করে না। বরং Low-light, Indirect Light কিংবা Direct Light -এ এরা বেড়ে উঠতে পারে। মানিপ্লান্ট মাটিতে না লাগিয়ে পটেই লাগাতে হবে। জলের মধ্যে বড় করলে একটা কি দুটো Node (যেখান থেকে পাতা জন্মায়) জলের মধ্যে চুবিয়ে রাখলে সেই Node থেকেই শিকড় জন্মাবে ও গাছটি ঠিকভাবে বেড়ে উঠবে। বোতলের জল সপ্তাহে একবার কি দুবার বদলাতে হবে।
সুস্থ সবল সবুজ পাতা ওয়ালা মানি প্ল্যান্ট ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। ভালো থাকার সহজ উপায় ঘরে মানি প্লান্ট রাখা।
যোগাযোগ- ৯৮৩০৮-৩১৫০৪ / ৮০১৭০-৯০০৪৩