কলকাতা ব্যুরো: অবশেষে সুখবর মৎস্য বিলাসী বাঙালিদের জন্য। দিঘার সমুদ্র বন্দরে এসে পৌঁছেছে দেড় টন ( দেড় হাজার কেজি) কাঁচা ইলিশ। চাহিদার তুলনায় তা এখনই যথেষ্ট না হলেও ইলিশপ্রেমীদের কাছে খানিক সুসংবাদ তো বটেই। কমবেশি ইলিশ উঠছে ডায়মন্ড হারবারের মোহনাতেও।
দাম অবশ্য এখনো বেশ চড়াই। ৪০০-৭০০ গ্রাম ওজনের ইলিশের দাম ৫০০ থেকে ৭০০ টাকা কেজি। আর ৮০০ থেকে ১ কেজি ইলিশের দাম ৮০০ থেকে ১২০০ টাকা কেজি। দেড় কেজি ওজনের ইলিশও মিলছে বাজারে। তবে তা স্টোরের। দাম দেড় হাজার টাকার আশেপাশে।