এক নজরে

#WestBengalAssembly : শুভেন্দুর মামলায় বিধানসভায় ভাঙচুর প্রসঙ্গ তুলে শাসককে কটাক্ষ হাইকোর্টের

By admin

July 13, 2022

কলকাতা ব্যুরো: বাম আমলে বিধানসভায় (West Bengal Assembly) ভাঙচুর মামলার বর্তমান অবস্থা কী, সেই প্রসঙ্গ উঠে এলো হাইকোর্টে শুভেন্দু অধিকারীর দায়ের মামলার পরিপ্রেক্ষিতে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গত মার্চ মাসে বিধানসভার (West Bengal Assembly) বাজেট চলাকালীন বিরোধী বিধায়কদের হুমকি দিয়েছেন বলে থানায় অভিযোগ করা হয়েছে। বিরোধী নেতাকে পুলিশের থেকে অভিযুক্ত হিসেবে তলব করে নোটিসও দেওয়া হয়েছে। এফআইআর খারিজ ও সেই নোটিসের উপর স্থগিতাদেশ চেয়ে আদালতে আবেদন করেন শুভেন্দু। এদিন সেই মামলার শুনানি পর্বেই স্থগিতাদেশের বিরোধিতা করেন বিধানসভার (West Bengal Assembly) তরফে আইনজীবী।

শুনানি চলাকালীনই বিচারপতি বিবেক চৌধুরী বলেন, বিধানসভায় যখন আজকের শাসকদলের সদস্যরা ভাঙচুর চালিয়েছিলেন, সেই মামলার কী অবস্থা। তখন কি পুলিসে কোনও অভিযোগ দায়ের হয়েছিল। তখন বিধানসভার প্রাচীন স্থাপত্য ভাঙচুর করা হয়েছে, আসবাবপত্র ভাঙা হয়েছে। তখন সেটা বিধানসভার অভ্যন্তরীণ বিষয় ছিল। তা হলে আজ কেন আদালতে বিধানসভার বিষয় নিয়ে মামলা আসছে। একজন সাধারণ নাগরিক হিসেবে আমি জানতে চাই, ওই মামলার বর্তমান অবস্থা কী। এরপরেই আদালতের মন্তব্য, কলকাতার পুলিস কমিশনারকে বেলা দুটোয় হাজির হয়ে এর জবাব দেওয়া উচিত।

গত ১৬ মার্চ শুভেন্দু তিন দলবদলু বিধায়ক বিশ্বজিৎ দাস, কৃষ্ণ কল্যাণী এবং সৌমেন রায়কে বিধানসভার ভিতরে হুমকি দেন বলে অভিযোগ। পাঁচ বিধায়ক শুভেন্দুর বিরুদ্ধে স্পিকারের কাছে অভিযোগ করেন। হেয়ার স্ট্রিট থানায় এফআইআর করা হয়। শুভেন্দুর আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, বিধানসভা ভোটের পর আমার মক্কেলের বিরুদ্ধে একাধিক এফআইআর করা হয়েছে। এর মধ্যে দুটি মামলা হাইকোর্ট নিষ্পত্তি করে দিয়েছে। আগেই বিচারপতি রাজাশেখর মান্থা এক নির্দেশে জানিয়েছেন, মামলাকারী শুভেন্দুর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করতে হলে আদালতের অনুমতি নিতে হবে।

উল্লেখ্য, কয়েকদিন আগে নেতাইয়ে যেতে পুলিস শুভেন্দুকে বাধা দেওয়ায় তিনি মামলা করেন। সেই মামলায় আদালত রাজ্য পুলিসের ডিজি এবং মেদিনীপুরের এসপির বিরুদ্ধে রুল জারি করে। এদিন মূল মামলার শুনানি শেষ হয়ে গিয়েছে। রায়ও আজই ঘোষণা করা হবে।