এক নজরে

Drug Racket: বর্ধমানে মাদক কারখানার হদিশ, উদ্ধার ৬৫ কোটির হেরোইন

By admin

January 10, 2022

কলকাতা ব্যুরো: শহরের বুকে রীতিমতো কারখানা গড়ে চলছে মাদক উৎপাদন। বর্ধমান শহরের ঘটনায় তাজ্জব এলাকার বাসিন্দারা। সোমবার আন্তঃরাজ্য মাদক কারবারের পর্দাফাঁস হল বর্ধমান শহরে। ওই কারখানা থেকে উদ্ধার হয়েছে প্রায় ৬৫ কোটি টাকার হেরোইন। এই ঘটনায় ছ’ জনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের STF।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে দু’ জন ওডিশা ও দু’ জন মণিপুরের বাসিন্দা। বাকিরা এ রাজ্যের বাসিন্দা। জানা গিয়েছে, বর্ধমান শহরের শ্রীপল্লি এলাকার একটি বাড়িতে পোলট্রি ব্যবসার আড়ালে গত কয়েক মাস ধরে গড়ে উঠেছিল মাদক তৈরির কারখানা। প্রাথমিক তদন্তে পুলিশ এই মাদককে হেরোইন বলে চিহ্নিত করে। পুলিশের দাবি, প্রক্রিয়াজাত হেরোইন পশ্চিমবঙ্গ ও ওডিশার বিভিন্ন এলাকায় সরবরাহ করা হত বর্ধমানের এই কারখানা থেকেই।রাজ্য পুলিশের STF দল গত তিন দিন ধরেই লাগাতার অভিযান চালাচ্ছে বিভিন্ন এলাকায়। এদিন সকালে পুলিশ হানা দেয় বর্ধমানের ওই বাড়িতে। তল্লাশি অভিযান চলার সময় শ্রীপল্লি এলাকার ওই বাড়ি থেকে উদ্ধার হয় প্রায় ১৩ কিলোগ্রাম প্রক্রিয়াজত মাদক। পুলিশের দাবি, ওই মাদকের বাজার মূল্য আনুমানিক ৬৫ কোটি টাকা। বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ২০ লাখ টাকাও। এছাড়া অপরিশোধিত মাদক এবং মাদক প্রক্রিয়াকরণে ব্যবহৃত অন্য বিভিন্ন ধরণের রাসায়নিক উপাদান, নগদ গণনা যন্ত্র, ওজন যন্ত্র-সহ নানা সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মণিপুর থেকে কাঁচামাল এনে বর্ধমানে তা প্রসেস করে পশ্চিমবঙ্গ ও ওডিশার বিভিন্ন এলাকায় তা পাঠানো হত। এ বিষয়ে হাওড়ার গোলাবাড়ি থানায় মামলা রুজু করে আরও বিস্তারিত তদন্ত চালাচ্ছে STF।