এক নজরে

নিট, জয়েন্ট পিছোতে এবার কেন্দ্রকে আবেদন হেমন্ত সরেনের

By admin

August 28, 2020

কলকাতা ব্যুরো: নিট, জয়েন্ট নিয়ে চাপানউতর অব্যাহত। ওই দুই পরীক্ষা পিছনোর বিষয়টি খতিয়ে দেখতে এবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ককে আবেদন জানালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন। বৃহস্পতিবারই ওই আবেদন জানান তিনি।দিন দুয়েক আগেই অবিজেপি রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের নিয়ে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর ডাকা বৈঠকে এনিয়ে সরব হয়েছিলেন হেমন্ত। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযের সঙ্গে সুর মিলিয়ে তিনিও স্পষ্টভাবে বলেছিলেন, নিট, জয়েন্ট পরীক্ষা নেওয়ার পক্ষে এটা উপযুক্ত সময় নয়। পরিস্থিতি এখনো খারাপ। ট্রেন চলছে না। পরিযায়ী শ্রমিকদের পরিস্থিতিও খারাপ।প্রসঙ্গত এনিয়ে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি এককাট্টা। বৈঠকে না-থাকলেও এই দাবির সঙ্গে সহমত বামেরাও। এমনকি এনডিএ-র শরিক ওড়িশার মুখ্যমন্ত্রীও একই আবেদন জানিয়েছে কেন্দ্রের কাছে। দেশের শীর্ষ আদালত অবশ্য সম্প্রতি নির্দিষ্ট সময়েই ওই দুই পরীক্ষা নেওয়ার পক্ষে নির্দেশ দিয়েছে।