এক নজরে

কলকাতায় চালু হলো ‘হ্যালো ক্যাব’

By admin

October 01, 2020

কলকাতা ব্যুরো: কলকাতায় চালু হলো আরো একটি আপ ক্যাব সার্ভিস। হ্যালো ক্যাব নামে ওই পরিষেবা চালু হলো বুধবার। আপাতত ১৫০ টি ক্যাব নিয়ে চালু হলো ওই পরিষেবা। তবে খুব শীঘ্রই কলকাতায় ক্যাবের সংখ্যা বাড়িয়ে ৩ হাজার করা হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। গত বছরই ওড়িশার এই পরিষেবা চালু করেন ওড়িশার ব্যবসায়ী তৃপ্তিরঞ্জন দাস। এক বছরের মধ্যে কলকাতাতেও চালু হলো ওই পরিষেবা। জানা গিয়েছে, বছর খানেকের মধ্যেই রাজ্যের আরো নয়টি শহরে এই পরিষেবা চালু করা হবে।

সংস্থা সূত্রে জানা গিয়েছে, হ্যালো ক্যাবের ক্ষেত্রে ভাড়া ফিক্সড। সকাল ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ভাড়া হবে কিলোমিটার প্রতি ৩৯ টাকা। আর রাত ৯ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত ভাড়ার হার হবে কিলোমিটার প্রতি ৪৭ টাকা। বুকিংয়ের জন্য আপটি ডাউনলোড করা যাবে গুগুল প্লে স্টোর থেকে।