আবহাওয়া

আকাশ ঝকঝকে, জাঁকিয়ে শীত আসছে বাংলায়

By admin

December 01, 2020

কলকাতা ব্যুরো: আবার নতুন করে নিম্নচাপের খবর দক্ষিণ ভারতে। তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের দিকে দিয়ে যাবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া সেই সাইক্লোন। আর এর জেরে পশ্চিমবঙ্গ সহ আশপাশের রাজ্যগুলিতে আগামী কয়েকদিন আকাশ পরিষ্কার থাকবে। মেঘের দেখা পাওয়া যাবে না। তার ফলেই পশ্চিমী বাতাস খুব সহজে ঢুকে পড়বে বাংলায়। তাতেই দ্রুত তাপমাত্রা নামবে এ রাজ্যে।আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় ১৫ ডিগ্রীর আশপাশে থাকবে নিচের তাপমাত্রা। কিন্তু অন্যান্য জেলায় সেই তাপমাত্রা এই সময় আরো কমবে। আর উত্তরবঙ্গ সহ দার্জিলিং পাহাড়কে কেন্দ্র করে ঠান্ডা এবার ৫ ডিগ্রির নিচে নেমে যাবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এই আবহাওয়া আগামী কয়েকদিন থাকবে পশ্চিমবঙ্গে।ফলে মোটামুটি এবার জাঁকিয়ে ঠান্ডা ধরে নিয়েই শীতের জন্য প্রস্তুত হতে হবে বাংলাকে। মূলত আগামী কয়েকদিন রাতের দিকে এবং ভোরবেলায় কলকাতাসহ আশপাশের শহরে ঠান্ডা যথেষ্ট বেশি অনুভূত হবে।ঠিক একইভাবে উত্তর ভারতে তাপমাত্রা দ্রুত ১০ ডিগ্রির কাছাকাছি নেমে যাবে। আর যার জেরে মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহারের মত রাজ্যেও তাপমাত্রা দ্রুত নিচের দিকে নামবে।