এক নজরে

দু’দিন ধরে কাশ্মীরে একটানা চলছে প্রবল তুষারপাত

By admin

January 06, 2021

কলকাতা ব্যুরো : গত দু’দিন ধরে কাশ্মীরে একটানা চলছে প্রবল তুষারপাত। কয়েক ইঞ্চি পুরু বরফের চাদরে ঢেকে গিয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট। যানবাহন চলাচল প্রায় বন্ধ। প্রবল তুষারপাতের জেরে জনজীবন এক প্রকার স্তব্ধ। এরই মধ্যে শ্রীনগরে তুষারের চাপে ভেঙে পড়ল একটি বাড়ির ছাদ। স্থানীয় প্রশাসন জানিয়েছে, একটানা তুষারপাতের কারণে বাড়িটির ছাদে বরফ জমে গিয়েছিল। ওই বরফের ওজন ধরে রাখতে না পেরে ছাদ ভেঙে পড়ে।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবারও তুষারপাত চলবে। মূলত রাতের দিকে বা ভোরবেলা তুষারপাত হচ্ছে কাশ্মীরে। তবে শুধু কাশ্মীর নয়, প্রবল তুষারপাত চলছে গোটা হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের বেশ কিছু এলাকায়। তুষারপাত ও কনকনে শীতল হাওয়ার কারণে এই দুই রাজ্যের স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। উত্তরের এই তিন রাজ্যে যখন প্রবল তুষারপাত চলছে তখন রাজধানী দিল্লিতে চলছে তুমুল বৃষ্টি। একই সঙ্গে কনকনে ঠান্ডা হাওয়া। দিল্লি ছাড়াও পঞ্জাব, চন্ডিগড়, হরিয়ানাতেও ভাল বৃষ্টি হয়েছে।

কোথাও কোথাও শিলাবৃষ্টি হয়েছে বলে খবর। তবে শুধু উত্তর ভারতই যে প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত তা নয়। দক্ষিণের রাজ্য তামিলনাড়ু ও করলেও বৃষ্টি চলছে। চেন্নাই-সহ রাজ্যের বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। মৌসম ভবন জানিয়েছে, জম্মু-কাশ্মীরের কাটরা, শ্রীনগর, গুলমার্গ, সোনমার্গ, কুপওয়ারা-সহ একাধিক জায়গায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে এসেছে। অন্যদিকে হিমাচল প্রদেশের কুলু, মানালি, রোটাং পাস, কল্পার তাপমাত্রা মাইনাস পাঁচ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। উত্তরাখণ্ডের কেদারনাথ, বদ্রিনাথ, কৌশানি, পিথুরাগড়ের  মতো একাধিক এলাকার তাপমাত্রা মাইনাস ৩-৪ ডিগ্রির মধ্যে।