%%sitename%%

আবহাওয়া

তিনদিন বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে

By admin

July 27, 2020

কলকাতা ব্যুরো: বুধবার থেকে উত্তরবঙ্গে আবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিলো হাওয়া অফিস। একইসঙ্গে দক্ষিনবঙ্গেও আগামী তিনদিন ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।আবহাওয়াকর্তাদের এই সতর্কতায় উদ্বিগ্ন প্রশাসন।

করোনা পরিস্থিতিতে শঙ্কিত সাধারণ মানুষ। সংক্রমণ বাড়তে থাকায় স্থানীয়ভাবে বহু এলাকায় থানা, পুরসভা বা ব্লক ভিত্তিক লকডাউন শুরু করেছে প্রশাসন। এরইমধ্যে সপ্তাহে দু’দিন করে রাজ্যজুড়ে লকডাউন শুরু হয়েছে। এমনিতেই দফায় দফায় গত কয়েক সপ্তাহ ধরে বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে। এতে বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি নদী ভাঙন চরম আকার নিয়েছে।

করোনা সংক্রমণের গ্রাফও উত্তরবঙ্গে ক্রমশ ঊর্ধমুখী। এরইমধ্যে আবার ভারী বৃষ্টি হলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেও। উত্তর ও দক্ষিণবঙ্গে এই বৃষ্টি তিনদিন চলবে। মৌসুমী অক্ষরেখা হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে সরছে বলেই এই বৃষ্টি। এ দিন দুপুরে বেশ কিছুক্ষণ কলকাতা ও শহরতলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়।