এক নজরে

বেনজির পদক্ষেপ স্বাস্থ্য কমিশনের

By admin

August 19, 2020

কলকাতা ব্যুরো: করোনা চিকিৎসায় গাফিলতির অভিযোগে শাস্তির নজিরবিহীন পদক্ষেপ। বেসরকারি হাসপাতাল ডিসান আর করোনা আক্রান্ত কাউকে ভর্তির সময় আগাম টাকা চাইতে পারবে না। চিকিৎসা চলাকালীন বা রোগীর ছুটির সময় বিলের ভিত্তিতে টাকা দেবে আক্রান্তের পরিবার। রাজ্য স্বাস্থ্য কমিশন এই নির্দেশ দিয়েছে বুধবার। স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম ব্যানার্জি এর আগেই বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে এমন এমন গাফিলতির অভিযোগ নিয়ে সতর্ক করেছিলেন।

একইসঙ্গে এর আগেই যে অভিযোগ উঠেছে, তার পরিপ্রেক্ষিতে এখনই ডিসান হাসপাতালের লাইসেন্স বাতিল করা যায় বলে স্বাস্থ্য কমিশনের মত। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, যেহেতু অনেক করোনা আক্রান্ত এখন ডিসানে চিকিৎসাধীন, তাই লাইসেন্স বাতিলের মতো কড়া পদক্ষেপ এখনই করা হচ্ছে না। কিন্তু নির্দেশ পালন না করলে ভবিষ্যতে সেই দিকেও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

অন্যদিকে, ইতিমধ্যে গাফিলতির কারণে এক করোনা আক্রান্তের মৃত্যুর যে অভিযোগ উঠেছে, তার পরিপ্রেক্ষিতে ১০ লক্ষ টাকা জমা রাখার নির্দেশ দিল স্বাস্থ্য কমিশন। নির্দেশ অনুযায়ী অভিযোগটি প্রমাণ হলে ওই অর্থ বাজেয়াপ্ত করা হবে। ৩ লক্ষ টাকা জমা না দেওয়া পর্যন্ত করোনা আক্রান্ত এক মহিলাকে ভর্তি নিতে না চাওয়ায় ডিসান হাসপাতাল চত্বরে অ্যাম্বুল্যান্সের মধ্যে তাঁর মৃত্যুর অভিযোগ উঠেছিল। এর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য কমিশন ডিশান হাসপাতালের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছিল। তারপর আজ এই পদক্ষেপের কথা ঘোষণা করা হল।