এক নজরে

রাজ্য নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত চায় বলেই হাথরাসে সিবিআই

By admin

October 06, 2020

কলকাতা ব্যুরো: হাথ রসের ঘটনায় সাক্ষীদের কিভাবে নিরাপত্তা দেওয়া হচ্ছে তার পুরো পরিকল্পনা এক সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টে জানাতে হবে উত্তরপ্রদেশ সরকারকে। হাথরাস ইস্যুতে দায়ের হওয়া বেশ কয়েকটি জনস্বার্থ মামলায় মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এস এ বো বদের বেঞ্চ।একইসঙ্গে উত্তরপ্রদেশ সরকারের তরফে মামলায় প্রতিনিধিত্ব করা সলি সিটার জেনারেল তুষার মেহেটাকে সুপ্রিম কোর্টের নির্দেশ, নির্যাতিতার পরিবার যাতে তাদের পছন্দমত আইনজীবী নিয়োগ করতে পারে, তাও দেখতে হবে সরকারকে। আগামী দিনে এই মামলা এলাহাবাদ হাইকোর্ট করার ব্যাপারে সুযোগ আছে কিনা তা দেখার জন্য এই মামলার সব পক্ষের থেকে পরামর্শ চেয়েছে সুপ্রিম কোর্ট। এক সপ্তাহ পরে মামলাটি ফের শুনানির জন্য উঠবে সুপ্রিমকোর্টে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ সরকার এই মামলার তদন্ত সিবিআইকে ডাকলেও আদবে সি ট গঠন করা হবে কিনা, আপাতত তা ঝুলে রইল সুপ্রিম কোর্টে।

উত্তরপ্রদেশ সরকারের তরফে তুষার মেহেতা বলেন, যে ঘটনা ঘটেছে তাতে সরকার চায় স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত। তাই শীর্ষ আদালত যেমন ভাবে নির্দেশ দেবে তেমন ভাবেই কাজ করবে সরকার। নির্যাতিতার পরিবারকে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে বলেও এদিন জানিয়ে দেন তিনি। হাথরসের ঘটনায় ১০০ জন মহিলা আইনজীবীর তরফে মামলার আবেদন করেন কি রিটি সিং। একইসঙ্গে অন্য এক আবেদনকারীর পক্ষে ইন্দিরা জয়সিং মামলায় অংশ নেন। আবার আরেকটি মামলায় স্যাওয়াল করেন শোভা গুপ্ত।

প্রধান বিচারপতির বক্তব্য, একই ইস্যুতে আলাদা আলাদা করে এতগুলি মামলা শোনা আদালতের পক্ষে সময়সাপেক্ষ। কেননা যে ঘটনা ঘটেছে, তা যথেষ্টই বেদনাদায়ক এবং স্পর্শকাতর’ তাই আদালত মামলাটি শুনছে। কিন্তু এত মামলাকারীর একই ইস্যুতে বক্তব্য শোনা সম্ভব নয়।
অন্যদিকে উত্তর প্রদেশ থেকে বিচার দিল্লিতে সরিয়ে আনার জন্য আবেদন করা হয়েছে। এ ব্যাপারে এ দিন কোনো বক্তব্য জানায়নি সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বক্তব্য, যেহেতু উত্তরপ্রদেশ সরকার এই ঘটনায় নিজেরাও নিরপেক্ষ তদন্ত চাইছে, তাই সব মামলাকারী তাদের পরামর্শ বা প্রস্তাব কিছু থাকলে সলিসিটর জেনারেল এর কাছে জমা দিন। পরের সপ্তাহে গোটা বিষয়টি নিয়ে ফের শুনানি করবে প্রধান বিচারপতির বেঞ্চ।