এক নজরে

স্বাধীনতা দিবসে রেড রোডে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার

By admin

August 15, 2022

কলকাতা ব্যুরো: করোনার ধাক্কা সামলে সোমবার স্বাধীনতা দিবসে ফের রেড রোডে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন। দু’বছর পর সাধারণ মানুষেরা যোগ দিলেন অনুষ্ঠানে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গার্ড অফ অনার দেওয়া হয়। অনুষ্ঠান মঞ্চ থেকে পুলিশ আধিকারিকদের হাতে পদক তুলে দেন মুখ্যমন্ত্রী। কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তাই আঁটসাঁট নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় রেড রোড।

এদিন সকাল ১০টা নাগাদ মুখ্যমন্ত্রী পৌঁছন রেড রোডে। পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি। জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে হেলিকপ্টার থেকে হল পুষ্পবৃষ্টি। মুখ্যমন্ত্রীকে দেওয়া হয় গার্ড অফ অনার।রেড রোডের কুচকাওয়াজে একাধিক ট্যাবলো প্রদর্শন হয়। দুর্গাপুজো দিয়ে শুরু হয় ট্যাবলো প্রদর্শন। সঙ্গে চলে মুখ্যমন্ত্রীর গাওয়া গান।

তবে এদিন বৃষ্টি উপেক্ষা করে রেনকোট পরে রেড রোড নাচগানে মেটে ওঠে কচিকাঁচারা। সোমবার রাজ্য সরকারের আয়োজিত অনুষ্ঠানের মাঝেই ঝাঁপিয়ে এল বৃষ্টি। পুলিশের কুচকাওয়াজের কিছুক্ষণ পরেই যখন স্কুলের বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা, তার মধ্যেই ব্যাঘাত ঘটাল বৃষ্টি। কিন্তু তাতেও দমানো যায়নি খুদে পড়ুয়াদের। রংবেরংয়ের সাজগোজের উপর দিয়েই স্বচ্ছ রেন কোট পরে মুখ্যমন্ত্রীর সামনে তাদের নৃত্যগান করে দেখাল। মুগ্ধ মুখ্যমন্ত্রী তাদের উৎসাহ দেখে হাততালি দিয়ে আরও উৎসাহ জোগালেন। দর্শকরাও মুগ্ধ দেশের ভবিষ্যৎ প্রজন্মের এই অবিচল উদ্দীপনা দেখে।

এদিনের অনুষ্ঠানে ছিল রাজ্য সরকারের একাধিক প্রকল্পসহ ১২টি ট্যাবলো। বিভিন্ন স্কুলের কচিকাঁচারা পরিবেশন করে সাংস্কৃতিক অনুষ্ঠান। ১১ জন পুলিশকর্মীকে পদক প্রদান করেন মুখ্যমন্ত্রী। এর আগে সকালেই এক টুইটে দেশের মানুষকে অভিনন্দন জানিয়েছেন মমতা।

পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী উত্তর-পূর্ব ভারতে ধসে নিহত রাজ্যের ২১ জন সেনা জওয়ানের পরিবারের হাতে স্মারক ও অনুদান তুলে দেন। কর্মজীবনে অসামান্য অবদানের জন্য হাওড়ার পুলিশ কমিশনার মনোজ মালব্যকে পদক প্রদান করেন মুখ্যমন্ত্রী।