এক নজরে

বকেয়া জিএসটি মিটিয়ে দেওয়া হবে: কেন্দ্র

By admin

August 29, 2020

কলকাতা ব্যুরো : কেন্দ্রীয় সরকার চিঠি দিয়ে জানিয়ে দিল যে রাজ্যগুলির বকেয়া জিএসটি কেন্দ্র মিটিয়ে দিতে চলেছে। কিছুদিন ধরেই রাজ্য সরকারগুলো বকেয়া জিএসটির ব্যাপারে সরব হয়েছিল। সম্প্রতি সনিয়া গান্ধীর নেতৃত্বে অবিজেপি রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের বৈঠকেও এনিয়ে আলছিনা হয়। এই পরিস্থিতিতে কেন্দ্র জিএসটির ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়া হবে বলে জানিয়ে দিল। করোনা ভাইরাসের জন্য বিপুল অর্থনৈতিক চাপ এবং কেন্দ্রের আয় ব্যাপকভাবে কমে যাবার ফলে রাজ্যগুলিকে জিএসটি দেওয়া যাচ্ছিল না বলে কেন্দ্রের দাবি।

অন্যদিকে রাজ্যগুলোর বক্তব্য, করোনার জন্য বিপুল পরিমাণ টাকা ব্যয়ের পর রাজ্যগুলো তাদের প্রাপ্য টাকা না পেলে রাজ্যগুলোও বা চালাবে কি করে? জানা গেছে আগামী ১ সেপ্টেম্বর কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের সচিব রাজ্যগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে রাজ্যগুলির জিএসটি সংক্রান্ত প্রশ্নের উত্তর দেবেন তারা।