এক নজরে

জয়েন্ট ও নিট পরীক্ষা নেবার বিপক্ষে পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ

By admin

August 27, 2020

কলকাতা ব্যুরো : সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, যথা সময়ে পরীক্ষা নিতে হবে। নাহলে ক্ষতিগ্রস্ত হবে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ। দেশের বিরোধী দলগুলো অবশ্য তার বিরোধিতা করছে। তারাও বলছে, ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা। এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ।এক টুইট বার্তায় গ্রেটা থুনবার্গ পরিষ্কার জানিয়ে দিলেন, এই মুহূর্তে জয়েন্ট ও নিট পরীক্ষা নেওয়ার একেবারেই বিপক্ষে তিনি।

করোনা অতিমারী ও বন্যা বিপর্যয়ের মধ্যে কেন্দ্র সরকার যে জয়েন্ট ও নিট পরীক্ষা নিতে চলেছে তা স্থগিত রাখার পক্ষে জোরালো সওয়াল করেন তিনি। তার টুইটার ফলোয়ার সংখ্যা প্রায় ৪০ লাখ। বহু ছাত্রছাত্রী তার টুইটকে সমর্থন করেছেন এবং তাদের অসুবিধার কথাও লিখে জানিয়েছেন। গ্রেটা জানান, এ ভাবে ছাত্র ছাত্রীদের জোর করে পরীক্ষায় বসানো একেবারেই অনুচিত”। উল্লেখ্য মমতা ও সনিয়া এ নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন ।