এক নজরে

গ্র্যান্ড স্লাম জিতলেন দমিনিক থিম

By admin

September 14, 2020

কলকাতা ব্যুরো: পাঁচ সেটের প্রথম দুই সেটে পিছিয়ে থেকেও ইউএস ওপেন মেন্স ফাইনাল জিতলেন অস্ট্রিয়ার টেনিস তারকা দমিনিক থিম। তিনি পরাজিত করলেন আলেকজান্ডার জেরেভকে। রবিবার ওই ম্যাচে জয়ের পর ২৭ বছর বয়সী থিমই হলেন কনিষ্ঠতম গ্র্যান্ড স্লাম বিজয়ী।