এক নজরে

গোর্খাল্যান্ড নিয়ে ঢোক গিললো কেন্দ্র

By admin

October 06, 2020

কলকাতা ব্যুরো: বুধবার সকাল ১১ টায় গোর্খাল্যান্ড নিয়ে বৈঠক ডেকেছিলো কেন্দ্রীয় সরকার। কিন্তু গোর্খাল্যান্ড শব্দটি নিয়েই আপত্তি ছিলো রাজ্যের। রাজ্যের বক্তব্য, গোর্খাল্যান্ড-র কোনো অস্তিত্বই নেই। তা নিয়ে কিভাবে আলোচনা হতে পারে। এই আপত্তির কথা জানিয়ে, ওই বৈঠকে কোনো প্রতিনিধি না পাঠানোর সিদ্ধান্ত নেয় রাজ্য। চাপের মুখে কেন্দ্র তার এজেন্ডায় গোর্খাল্যান্ড শব্দটি বাদ দিয়েছে। বলেছে, আলোচনা হবে জিটিএ নিয়ে। যদিও তার পরেও রাজ্য প্রশাসনের কোনো প্রতিনিধি আগামীকালের বৈঠকে যোগ দেবেন কিনা তা অনিশ্চিত।

ওই বৈঠকে ডাকা হয়েছে গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিনিধি দেরও। কিন্তু কারা প্রতিনিধিত্ব করবে ওই বৈঠকে? কারণ ওই সংগঠন এখন আড়াআড়ি দুই ভাগে বিভক্ত। বিমল গুরুং এবং বিনয় তামাং গোষ্ঠীর মধ্যে। বিনয় শিবির ইতিমধ্যেই জানিয়েছে, তারা যাবে না ওই বৈঠকে। জানা যাচ্ছে, বিমল শিবিরের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বৈঠকে।সংসদের বাদল অধিবেশনেই বিষয়টি তুলেছিলেন দার্জিলিং-র বিজেপি সাংসদ রাজু বিস্তা। সম্প্রতি বিজেপিতে যার গুরুত্ব বেড়েছে কেন্দ্রীয় স্তরে। হয়েছেন দলের অন্যতম মুখপাত্র। গোর্খাল্যান্ড নিয়ে বৈঠকের তাঁর ওই দাবি তোলার দিন পনেরোর মধ্যেই বৈঠক ডাকলো কেন্দ্র।

রাজ্যের বিগত শাসক দল তথা বর্তমানের বিরোধী দল সিপিএমের বক্তব্য, জিটিএ-র পুরো কথাটা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল এডমিনিস্ট্রেশন। ত্রিপাক্ষিক চুক্তির সময়েই তো প্রকারান্তরে গোর্খাল্যান্ডকে স্বীকৃতি দেওয়া হয়েছে। বেড়ালকে খিড়কির দরজা দেখিয়ে এখন আক্ষেপ করে লাভ কি ?