এক নজরে

কে ফোন করছে জানিয়ে দেবে গুগল

By admin

November 05, 2020

কলকাতা ব্যুরো : নতুন ফিচার নিয়ে আসছে গুগল। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এই নতুন ফিচারে গুগোল টেক্কা দেবে ট্রুকলার অ্যাপ কে। নতুন অ্যাপটির নাম ভেরিফাইড কলস। এর মাধ্যমে ব্যবহারকারীকে গুগোল জানিয়ে দেবে ফোনের ওপারে কে রয়েছেন। ফোন রিসিভ করার আগেই জেনে যাবেন কে ফোন করছে।

ফলে গোটা দুনিয়ায় ফোনের সাহায্যে যেসব অপরাধমূলক কাজ সংগঠিত হতো তা অনেকটাই আটকানো যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই সুবিধা পেতে প্লে স্টোর থেকে ভেরিফাইড কল গুগোল পিক্সেল এন্ড্রয়েড ফোনে ডাউনলোড করতে হবে। খুব তাড়াতাড়ি অ্যাপটিতে নতুন একটি আপডেট আসবে। যেখানে ভেরিফাইড ফিচার দেওয়া থাকবে। যদিও এটি এখনও চালু হয়নি এ দেশে। ব্রাজিল-স্পেন মেক্সিকো এবং আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এই ফিচারের সুবিধা ভোগ করতে পারছেন। ফোন কল এড়িয়ে চলতে অধিকাংশ স্মার্টফোন ব্যবহারকারী ট্রু কলার অ্যাপ ব্যবহার করেন। সেখানে কলারের নাম ছাড়া বিভিন্ন তথ্য দেওয়া থাকে যা ব্যবহারকারীদের অত্যন্ত সাহায্য করে।