এক নজরে

বিশ্বজুড়ে গুগলের পর পর পরিষেবা ‘ক্র্যাশ’

By admin

December 14, 2020

কলকাতা ব্যুরো: বিশ্ব জুড়ে স্তব্ধ হয়ে গিয়েছে গুগলের সমস্ত পরিষেবা। যদিও গুগলের সার্চ ইঞ্জিন কাজ করছে বলেই খবর। সোমবার হঠাৎই দেখা যায় বিশ্বজুড়ে পর পর ইউটিউব থেকে, শুরু করে জি মেল, গুগল মিট, গুগল ডকস ‘ক্র্যাশ’ করেছে। যার ফলে রাতারাতি বিপর্যয় নেমে এসেছে একাধিক সেক্টরে। বহু মানুষ পড়েছেন বিপদে।মূলত প্রথমের দিকে এই সমস্যা ইউরোপ ও অস্ট্রেলিয়ায় দেখা যায়। এরপর থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে সমস্যা শুরু হয়। ভারেত কয়েকটি পরিষেবা ‘ডাউন’ থাকলেও, সন্ধ্যে ৬ টা নাগাদ ইউটিউব বিপর্যন্ত হতে দেখা যায়।

এদিকে, ততক্ষণে, আমেরিকা, এশিয়া , আফ্রিকার বিভিন্ন জায়গায় এই সমস্যা শুরু হতে থাকে। মূলত, এই ধরনের ঘটনা আগে সেভাবে গুগলের ক্ষেত্রে দেখা যায়নি। যদিও টুইটার, ফেসবুকের ক্ষেত্রে এই সমস্যা ঘটেছে আগে।

জানা যাচ্ছে গুগলের পরিষেবা এভাবে ভেঙে পড়ায়, সবচেয়ে বেশি সমস্যা ইউটিউবের ক্ষেত্রে হচ্ছে। এর গ্রাহকদের অভিযোগের সংখ্যা সবচেয়ে বেশি।