Slight movements can mean big profits

এক নজরে

#StockMarket : Bajaj Auto Share হোল্ডারদের জন্য সুখবর

By admin

June 27, 2022

Mainak Sharma(portfolio manager and analysts, Anand Rathi share and stock brokers limited)Contact 8759689108

দুই চাকার গাড়ির ব্যাবসায় অন্যতম নাম বাজাজ অটোতে বিনোয়োগ থাকলে করতে হবে বায় বাকের জন্য আবেদন। সম্প্রতি নিজেদের কোম্পানির শেয়ার আবার নিজেদের কাছেই ফিরিয়ে নিতে চাই বাজাজ অটো। তাই ২৫০০ কোটি টাকার শেয়ার আবার বাজার থেকে তুলে নিতে চাই আউট জায়েন্ড বাজাজ অটো।

এক কথায় বাই ব্যাক অর্থাৎ নিজেরদের কোম্পানী কমান্ড আবার নিজেদের দখলে নেওয়া। আরো সহজ করে বলতে বাজাজ অটো কোম্পানী তে প্রোমোটার হোল্ডিং বাড়ানো কে বোঝায়। যায় উদ্দেশ্য হতে পারে নানান রকমের যেমন সাধারণত একটি কোম্পানির শেয়ার প্রতি আয়ের উন্নতি করে এবং শেয়ারহোল্ডারদের উদ্বৃত্ত নগদ ফেরত দেয় এবং বাজারের মন্দার সময়ে স্টক মূল্যকে আবার সমতায় ফিরিয়ে আনা । আবার বাই ব্যাক করলে কোম্পানির ভবিষ্যত নিয়ে সিধান্ত নেওয়ার ক্ষমতা র বেশির ভাগ অংশই চলে যাবে পরিচালকদের হাতে।

বেশ কিছু দিন ধরে বাই বাকের কথা উঠলেও তা বাস্তবায়িত করা হয়নি তবে বর্তমান বাজার দরের (৩৮৪৪) থেকে ৪৬০০ টাকার মূল্য দিয়ে নিজেদের অংশীদারিত্ব বিনিয়োগকারীদের থেকে ফিরিয়ে নিতে চাই বাজাজ অটো। যার মানে প্রতিটি ১০ টাকার ৫৪ ,৩৪ ,৭৮২ শেয়ার।

এ বছর এখন পর্যন্ত স্টক বেড়েছে ১৯ শতাংশ। এই প্রতিবেদনটি লেখার সময়, বাজাজ অটোর শেয়ার বিএসইতে 0.64 শতাংশ বেশি ৩ ,৮৩৭ .৩৫ টাকায় লেনদেন করছে। কোম্পনির ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত, উদ্বৃত্ত নগদ এবং নগদ সমতুল্য ছিল ১৭ ,৫২৬ কোটি টাকা , যেখানে ৩১ মার্চ, ২০২১ পর্যন্ত ১৭ ,৬৮৯ কোটি টাকা ছিল। প্রফিট গ্রোথ রয়েছে বেশ ভালো অর্থাৎ মৌলিক ভাবে শক্তিশালী এই কোম্পানি। সেক্ষত্রে বাই বাকের আবেদনে নাম না আসলেও লম্বা বিনিয়োগে ভালোই লাভ দেবে বাজাজ অটো।