এক নজরে

বড়দিনের আগে করোনার থাবা জার্মানি এবং ফ্রান্সে

By admin

December 16, 2020

কলকাতা ব্যুরো: গোটা বিশ্ব লড়ছে করোনার সঙ্গে। এরই মধ্যে বড়দিনের আগে সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে কাবু ইউরোপের জার্মানি এবং ফ্রান্সের মতো দেশও। পরিস্থিতি সামল দিতে ব্রিটেন ও আমেরিকার পরে তৃতীয় দেশ হিসেবে ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়া শুরু করল কানাডা। প্রথম সারির স্বাস্থ্যকর্মী এবং নার্সিং হোমগুলির বয়স্ক রোগীদের প্রথমে টিকা দেওয়া শুরু হয়েছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (১৬ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৩৮ লক্ষ ০৩ হাজার ৩২০। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬ লাখ ৪১ হাজার ৪৪০ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ কোটি ১৮ লাখ ১৩ হাজার ৯৫৭ জন। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রেই। আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭১ লাখ ৪৩ হাজার ৭৭৯ জন। মৃত্যু হয়েছে, ৩ লক্ষ ১১ হাজার ০৬৮ জনের।

করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় এবং মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ভারত। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯৯ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১ লক্ষ ৪৪ হাজারের বেশি মানুষের।

করোনা আক্রান্তের সংখ্যায় তৃতীয় এবং মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৯ লাখ ৭৪ হাজার ২৫৮ জন। এবং আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ লাখ ৮২ হাজার ৮৫৪ জনের।