এক নজরে

#GautamAdani: সিলিকন ভ্যালিতে ডেটা সেন্টার গড়তে চলেছে আদানি গোষ্ঠী

By admin

June 06, 2022

কলকাতা ব্যুরো: রাজ্যবাসীর জন্য সুখবর। বাংলায় বড় বিনিয়োগ করবেন গৌতম আদানি। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের পর, এবার সিলিকন ভ্যালিতে টেক পার্কে বিনিয়োগ করবেন গৌতম আদানি। তৈরি হবে ডেটা সেন্টার। অন্তত, ৫১.৭৫ একর জমি লিজ হিসাবে দেওয়া হবে। ৯৯ বছরের জন্য দেওয়া হবে এই লিজ।

সোমবার রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রিসভার বৈঠকের পরে সাংবাদিক সম্মেলনে এসে এই ঘোষণা করেছেন। এখানেই শেষ নয়, পাশাপাশি তিনি আরও জানিয়েছন শুধু গৌতম আদানি নয়, রাজ্যে বিনিয়োগ করতে আসবে আরও চার কোম্পানি। এই চার কোম্পানি মোট ১১০০ কোটি টাকার বিনিয়োগ করবে। খড়গপুরে তৈরি হবে সাইকেল হাব। সব মিলিয়ে বিপুল কর্মসংস্থানের লক্ষ্যে ঝাঁপাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার।

প্রসঙ্গত, রাজ্যে এটি গৌতম আদানির দ্বিতীয় বিনিয়োগ। এর আগে, বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে আদানি রাজ্যে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগের কথা বলেছিলেন। সেখান থেকে উদ্দেশ্য ২৫ হাজার কর্মসংস্থান তৈরি। তার মাঝেই গৌতম আদানি ফের একবার বিনিয়োগের কথা বললেন। রাজ্যে তৈরি হবে ডেটা সেন্টার। সিলিকন ভ্যালির টেক পার্কে তৈরি হবে এই ডেটা সেন্টার। এখান থেকে ফের একবার বড় কর্মসংস্থান তৈরি হবে, এমনটাই মনে করছেন সকলে।

বাংলার পাশাপাশি গৌতম আদানি বিনিয়োগ করছেন উত্তরপ্রদেশে। যোগীরাজ্যে ইতিমধ্যেই ৭০ হাজার কোটি টাকা বিনিয়োগ করার কথা বলেছেন গৌতম আদানি। তিরিশ হাজার কর্মসংস্থানের সুযোগ। উত্তরপ্রদেশের পরে এবার ফের বাংলায় বিনিয়োগের কথা বললেন আদানি।

তবে শুধু গৌতম আদানি নন বাংলায় আদানির পাশাপাশি বিনিয়োগ করবে আরও চার কোম্পানি। খড়গপুরে তৈরি হবে সাইকেল হাব। চার কোম্পানির তরফ থেকে মোট ১১০ কোটি টাকার বিনিয়োগের কথা বলা হয়েছে। এদিন মন্ত্রিসভার বৈঠকের পর জানিয়েছেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।