কলকাতা ব্যুরো : কেরালার পর এবার পশ্চিমবঙ্গ। গরুমারা জঙ্গলের কোর এলাকায় ঢুকে একদল চোরা শিকারি বাইসন শিকার করলো। এমন কি বাইসন আর হাড়িয়া দিয়ে বনভোজন ও সেরে ফেললো। বন দপ্তরের কারো টিকিটা পর্যন্ত দেখা মিললো না।
বুধবার বনবস্তির ৯ জন বাসিন্দা এই কাণ্ড করলেন। বাইসন মারা, রান্না করা এবং খাওয়া হলো – বন দপ্তরের। কারও দেখা মিললো না কেন? এ প্রসঙ্গ জলপাইগুড়ির চারদিকে ঘুরছে। সুন্দরবনে যদি বন্যপ্রানী সুরক্ষিত থাকতে পারে তবে উত্তরবঙ্গে নয় কেন? এ প্রশ্নও আসছে ঘুরে ফিরে। বনকর্মীদের টনক নড়েছে লোক জানাজানির পর। কুকুর নিয়ে তল্লাশি চালিয়ে তারপর এক ব্যক্তিকে গ্রেফতারও করা হয়।
গরূমারার অ্যাডিশনাল ডিভিশনাল ফরেস্ট অফিসার জন্মেজয় দত্ত জানান, সমরা মুন্ডা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার বাড়ি থেকে ওই বাইসনের রান্না করা মাংস ও একটা শিং-ও পাওয়া গেছে। ওই ব্যক্তিকে মেটেলি থানায় রাতে রাখা হয়।
এই ঘটনার পর থেকেই গরূমারা অভয়ারণ্যের নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে। একটা অভয়ারণ্যে এ ধরনের ঘটনা কি করে হলো ?