%%sitename%%

এক নজরে

বাঁধ বাধা নিয়ে উত্তেজনা সাগরে

By admin

August 22, 2020

কলকাতা ব্যুরো: নতুন করে বৃষ্টি আসার আগেই বাঁধ নিয়ে গোলমাল বাঁধলো গ্রামে। প্রবল জলোচ্ছাস ও বৃষ্টিতে সাগরের বঙ্কিমনগরে রিং বাঁধ ভাঙতে ভাঙতে বৃহস্পতিবার তা বড় আকার ধারণ করে। স্থানীয় বিধায়ক ঘটনাস্থলে গেলে তিনি ক্ষোভের মুখে পড়েন গ্রামবাসীদের একাংশের। কয়েকদিনের টানা বৃষ্টি একটু কমতেই গ্রামবাসীদের একাংশ সেই বাঁধ মেরামত করতে নেমে পরলে প্রথম তা নিয়ে উত্তেজনা ছড়ায়।

সেই বাঁধ নিয়ে গোলমাল বড় আকার নেয় শনিবার। বাঁধ ভাঙার আগেই কোটালের জল ঢুকে গ্রামের কিছু বাড়ি জলমগ্ন হয়েছিল। পরে বাঁধ ভাঙায় উল্টোদিকের বাসিন্দারা তা মেরামত করে জল ঢোকা বন্ধ করার চেষ্টা করেন। অভিযোগ, তাতেই বাধা দেন কিছু গ্রামবাসী। দু’পক্ষের মধ্যে বচসা থেকে গোলমাল বাড়তে থাকে।

ছবিঃ কমল পাত্র

প্রথমে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। কিন্তু তাতেও কাজ না হওয়ায় স্থানীয় বিধায়ক বঙ্কিম হাজরা সেখানে যান। কিন্তু কিছু গ্রামবাসী তাঁকে ঘিরে বাঁধ মেরামতের দাবি তোলেন। পরে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। বিধায়কও সব পক্ষের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে উত্তেজনা সামাল দেন। তড়িঘড়ি সেচ দপ্তরের লোকজন গিয়ে প্রাথমিক মেরামতিতে হাত লাগায়। তবে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট রাখা হয়েছে।

বিধায়ক বঙ্কিম হাজরা পরে বলেন, কেউই আমাকে ঘেরাও বা বিক্ষোভ করেনি। একসময় ওই এলাকায় দীর্ঘদিন শিক্ষকতা করেছি। যাঁরা নতুন করে বাঁধ দেওয়ার জন্য আমায় প্রশ্ন করেছেন, তাঁরা কেউ খারাপ ব্যবহার করেনি। ওই বাঁধ সংস্কারে ১৯ কোটি টাকা বরাদ্ধ করা হয়েছে। কিন্তু এখন ঘোর বর্ষার ওই কাজ করা যাবে না। বর্ষা গেলেই কাজ শুরু করা হবে।

এরইমধ্যে নতুন করে বৃষ্টি আসার পূর্বাভাসে আরও বড় ক্ষতির আশঙ্কায় আপাতত মাটি আর বাঁশ দিয়েই বাঁধেই নিরাপত্তা খুঁজছেন বাসিন্দারা।