২১ এর ধর্মযুদ্ধ

ভোর থেকে মাঝরাত, ছুটছেন ঐশী

By admin

April 05, 2021

গৌর শর্মামাধবপুর আদিবাসী গ্রাম থেকে শুরু হয়ে ছিল সকালের নির্বাচনী প্রচার।বাগুলি, লোধা, চিঁচুড়বিল, তালডাঙ্গা, দেশের মোহান,জয়নগর,শিয়ালডাঙ্গা,দুলালপুর হয়ে প্রকৃতির উত্তাপ উপেক্ষা করে সকালের নির্বাচনী প্রচার সূচী শেষ করে জামুরিয়া বিধানসভা কেন্দ্রের সি,পি, আই এম প্রাথী দিল্লীর জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের লড়াকু নেত্রী ঐশী ঘোষ যখন খাসকেন্দার কিষান মজদুর ভবনে পৌঁছলেন তখন ঠিক দুপুর ১টা ৩৮ । এখানেই তার দুপুরের আহার ও ক্ষনিকের বিশ্রামের ব্যাবস্থা। বাইরে তখন আকাশ ভাঙ্গা রোদ।

সাংবাদিকরা নীচে অপেক্ষা করছেন শুনে বিশ্রাম ছেড়ে নীচে নেমে এলেন ঐশী।কেমন লাগছে আপনার বিধান সভা। ঐশীর চট জলদি উত্তর –আমি শিল্পাঞ্চলের মেয়ে। তাই জামুরিয়া আমার অত্যন্ত পূ্র্ব পরিচিত। পানীয় জল ও রাস্তা ঘাটই এখানকার মূল সমস্যা। বাম আমলের পর এই কেন্দ্রে সে ভাবে আর সার্বিক উন্নয়ন হয় নি। শুধু তাই নয়, সারদা-রোজভ্যালির মতো আর্থিক সংস্থার দ্বারা প্রতারিত এই অঞ্চলের প্রচুর সাধারন মানুষ। এই তো আজই চিঁচুড়িয়ার ডাঙ্গালপাড়ার টিয়া রুইদাস রোজভ্যালির ৩৭টি সার্টিফিকেট দেখিয়ে জানালেন তার প্রতারিত হওয়ার কথা।

জামুরিয়া অজয় ইষ্ট এরিয়া কমিটির সম্পাদক ঐশীর ভোট যুদ্ধের সহযোদ্ধা মনোজ দত্তর অভিযোগ, এই বিধানসভা কেন্দ্রে বিরোধী বিধায়ক থাকায় আমাদের বিধায়ক জাহানারার দেওয়া প্রকল্পগুলিকে ঊদ্দেশ্য প্রনোদিত ভাবে পুরনিগম ও পঞ্চায়েৎ স্তরে বিল্মবিত করে তার সাথে অসহোযগিতা করা হয়েছে। এবারের নির্বাচনে তৃনমূল ও বি,জে,পি উভয়ই কয়লা ও বালি মাফিয়াদের সংগঠিত করে নির্বাচন করার চেষ্টা চালাচ্ছে। সম্ভবনা রয়েছে পাশের জেলার দূস্কৃতী অনুপ্রবেশ