এক নজরে

এক ফোনেই বাড়িতে নিখরচায় গাছ লাগান

By admin

July 24, 2020

কলকাতা ব্যুরো: বাড়িতে গাছ লাগাবেন ভাবছেন ? একটা ফোন করলেই আপনার বাড়িতে এসে পাঁচ পাঁচটি গাছ লাগিয়ে দিয়ে যাবে শহরের এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। তাও আবার নিখরচায়। আপনার দায়িত্ব শুধু সেই পাঁচটি চারা গাছকে লালন পালন করে বড় করে তোলা। আর তিন মাস অন্তর সেই চারাগুলোর শরীর স্বাস্থ্যের খবর সেই স্বেচ্ছ্বাসেবী সংস্থাকে জানানো। হ্যাঁ, পরিবেশ বাঁচাতে এমনই উদ্যোগ নিয়েছে “চলো গাছ লাগাই” নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।শহরের সবুজ ধ্বংস হচ্ছে এমনই একটি চিত্র উঠে আসছে গত কয়েক বছর ধরে। সেই ধ্বংসের বিরুদ্ধেই আন্দোলন করতে নেমেছিলেন এই শহর কলকাতার পাঁচ বন্ধু। গতবছর জুলাই মাসে তাদের পথ চলা শুরু। পিকনিক গার্ডেনের পাঁচ বন্ধু অমিত দাস, সুস্মিতা দাস, মলয় হালদার, বাপ্পাদিত্য মাজি, রানা মন্ডলরা একটি ফেসবুক পেজ খোলেন। চলো গাছ লাগাই নামের সেই ফেসবুক পেজের উদ্দেশ্য পরিবেশ সচেতনতা ও সবুজ ধ্বংসের হাত থেকে শহরকে রক্ষা করা। এক বছরের মধ্যে সেই গ্রুপের সদস্য সংখ্যা ১.৯ হাজার জন। এই গ্রুপের সদস্যরা সিদ্ধান্ত নেন, শুধু সচেতনতা বৃদ্ধি নয়, সঙ্গে শহর জুড়ে গাছও লাগাবেন তারা। এরপরই শুরু হয় শহরের উত্তর থেকে দক্ষিন জুড়ে গাছ লাগানোর প্রয়াস।

এবছর আরও একধাপ এগিয়ে চলো গাছ লাগাই গ্রুপের সদস্যরা ঠিক করেন মানুষের বাড়িতে গিয়ে গাছ লাগাবেন। তখনই ঠিক হয় এমন অভিনব প্রয়াসের। গ্রুপেই ঘোষনা করা হয়, কারো বাড়িতে গাছ লাগাতে হলে অমিত বাবুদের সঙ্গে যোগাযোগ করলেই এই গ্রুপের সদস্যরা নির্দিষ্ট বাড়িতে গিয়ে পাঁচটি গাছ লাগিয়ে আসবেন। তবে প্রতি তিনমাস অন্তর সেই গাছেদের শরীর স্বাস্থ্যের খোঁজ দিতে হবে আগ্রহী গাছ গ্রহীতাকে। তারপরই জনপ্রিয় হয়ে ওঠে এই উদ্য়োগ। এই প্রসঙ্গে চলো গাছ লাগাই গ্রুপের অন্যতম উদ্যোক্তা অমিত দাস জানাচ্ছেন, “আমাদের কাছ থেকে গাছ নিতে গেলে কোনও অর্থ দিতে হয় না গ্রহীতাকে। আমরা বলি আপনার আগ্রহ থাকলে আপনি আমাদের জায়গা দিন, আমরা পাঁচটি গাছ আপনার সেই জায়গায় লাগিয়ে দিয়ে যাব। শুধু পরিচর্যার দায়িত্ব আপনার। শুধু তিনমাস অন্তর গাছেদের সুস্থ থাকার একটি ছবি আমাদের হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন। “পাঁচ বন্ধুর এই উদ্যোগ এখন ক্রমশ ছড়িয়ে পড়ছে শহরের বিভিন্ন প্রান্তে। বিশেষ করে আমফানের পর শহরবাসীর মধ্যে গাছ লাগানোর উৎসাহ বেড়েছে দ্বিগুন। শহরবাসীর এই উৎসাহকে কাজে লাগিয়েই বৃক্ষ রোপনের গতি বেড়েছে চলো গাছ লাগাই গ্রুপটির।

যোগাযোগ : অমিত দাস- +91 93333 35556