%%sitename%%

এক নজরে

কাজিরাঙা থেকে বক্সায় আসছে চারটি রয়াল বেঙ্গল

By admin

August 02, 2020

কলকাতা ব্যুরো : অসমের কাজিরাঙা থেকে বক্সায় আনা হচ্ছে চারটি রয়াল বেঙ্গল টাইগার। বক্সায় বাঘের সংখ্যা বাড়াতে এই উদ্যোগ নিচ্ছে রাজ্যের বন দপ্তর। কাজিরাঙা জাতীয় উদ্যানের প্রধান রবিকান্ত সিনহা জানিয়েছেন, বাঘ রপ্তানি করতে পথ প্রশস্ত করা হয়েছে। বক্সা টাইগার রিজার্ভ-এ বাঘের সংখ্যা বাড়াতে উদ্যোগী কেন্দ্র ও রাজ্যের বন দপ্তর। জানা গেছে কাজিরাঙা ও বক্সার বাস্তুতন্ত্রে মিল থাকায় ওই চারটি বাঘের পরিবেশের সঙ্গে মানতে কোনো অসুবিধা হবে না। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, ৭৪০ বর্গ কিমি জুড়ে থাকা বক্সা টাইগার রিজার্ভ তরাই ও ডুয়ার্স বেষ্টিত। এই বনে ৩৯০ কিমি বাঘেদের কোর এরিয়া। প্রায় ৭০ স্তন্যপায়ী প্রজাতির বাস সেখানে। এদের মধ্যে লেপার্ড, চিতল হরিণ ও বন্য শুয়োর আছে।