২১ এর ধর্মযুদ্ধ

শীতলকুচীতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জন মৃত্যুর আশঙ্কা

By admin

April 10, 2021

কলকাতা ব্যুরো- সকালেই কোচবিহারের শীতলকুচী থেকে এক ১৮ বছরের যুবকের মৃত্যুর খবর এসেছে। এখন জানা গেল যে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন ৪ জন তৃণমূল কর্মী। তৃণমূলের পক্ষথেকে অভিযোগ করা হয় যে কেন্দ্রীয় বাহিনী গতকাল রাত থেকে নেশাগ্রস্থ হয়ে রয়েছে এবং তারা কিছুই করছে না। এমনকি তাঁরা আঙ্গুল তুলেছেন নির্বাচন কমিশনের দিকে। ৩ টি মৃতদেহকে ইতিমধ্যেই মাথাভাঙ্গা হাঁসপাতালে আনা হয়েছে ময়না তদন্তের জন্য। এই ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গিয়েছে যে এই গোলাগুলিতে মোট গুলি লেগেছে ৮ জনে যার মধ্যে ৪ জন নিহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে গতকাল রাত থেকেই শীতলকুচি অঞ্চলে বোমাবাজি ও বিভিন্ন রকম অশান্তির ফলে একটা গোলযোগ সৃষ্টি হয়েছিল। আর সেখান থেকেই এই ঘটনার সূত্রপাত। সময় যতই দেখিয়েছেন পরিস্থিতি ততই খারাপ হয়েছে।

নির্বাচন কমিশন সুত্রে জানা গিয়েছে যে সেন্ট্রাল আর্মড ফোর্সের গুলিতেই প্রাণ হারিয়েছেন ৪ জন যুবক। সকলকেই মাথাভাঙ্গা হাঁসপাতালে নিয়ে আশা হয়েছে ময়না তদন্তের জন্য।