কলকাতা ব্যুরো: নাগাল্যান্ডের মন জেলার ছোট্ট জনপদ ওয়াং চিং এখন মানুষের ভিড়ে গমগম করছে। যে যেভাবে পারছে না ছুটে আসছেন ওই গ্রামে। আর হাতে যার যা আছে তাই দিয়ে খুঁড়তে শুরু করেছেন মাটি। কারণ সেখানে নাকি পাওয়া যাচ্ছে সোনা আর হিরে। মাটি খুঁড়ে সোনা আর হীরে পাওয়ার সেই গল্পই এখন সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে। কেউ বা ছোট্ট একটা ভিডিও ক্লিপে খুব ক্ষুদ্র পাথর দেখিয়ে দাবি করছেন, তা হলো হীরে। অবস্থা এমন জায়গায় পৌঁছেছে রাজ্যের মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করতে হয়েছে।সোনা আর হীরে পাওয়ার গল্প খতিয়ে দেখতে শুক্রবারে ডিরেক্টর অফ জিওলজি এবং মাইনিং থেকে নির্দেশ জারি হয়েছে, ওই এলাকায় বিশেষজ্ঞদের পাঠিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে দ্রুত স্টেটাস রিপোর্ট দিতে।গত কয়েকদিন ধরেই মন জেলার ওয়াচিং এলাকা নিয়ে মানুষের আলোচনা শুরু হয়। দ্রুত তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। মানুষ সেখানে একটি এলাকায় নিজেরাই খোঁড়াখুঁড়ি করে চলেছেন অনর্গল। কেউবা চকচকে কিছু দেখলেই তা হাতে নিয়ে লাফিয়ে উঠছেন, আবার কেউ খুব ক্ষুদ্র একটা পাথরের টুকরো হীরে বলে আনন্দে তা পকেটস্থ করছেন। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।এই অবস্থায় নাগাল্যান্ড সরকার দ্রুত বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।