এক নজরে

Blood Donation: রক্তের সংকট মেটাতে ‘মায়ের জন্য রক্তদান’

By admin

September 18, 2021

কলকাতা ব্যুরো: কোভিড পরিস্থিতির জন্য অনেকটাই ফিকে বাঙালির প্রিয় উৎসবের রং ৷ অতিমারীর আতঙ্কে পুজো নিয়ে মানুষের উন্মাদনাতেও ভাটা পড়েছে ৷ কিন্তু এই মারণ ভাইরাস বাংলার ঐতিহ্য, সংস্কৃতিকে কোনওভাবেই কেড়ে নিতে পারেনি ৷ তাই তো করোনার রক্তচক্ষুকে উপেক্ষা করেই বিগত বছরগুলির মতো এবারও ‘মায়ের জন্য রক্তদান’ শিবিরের আয়োজন করতে চলেছে ফোরাম ফর দুর্গোৎসব।

প্রসঙ্গত, পুজোর উত্তাপ বাড়াতে বছর পাঁচেক আগে অভিনব উদ্যোগ নিয়েছিল পুজো কমিটির কেন্দ্রবিন্দু বলে পরিচিত ফোরাম ফর দুর্গোৎসব৷ ফোরামের সেই উদ্যোগ, ‘মায়ের জন্য রক্তদান’ এবার পঞ্চম বছরে পা দিতে চলেছে। কোভিডবিধি মেনেও যে রক্তদানের মতো মহৎ আয়োজন সম্ভব, তা বোঝাতেই এই মহান উদ্যোগ উদ্যোক্তাদের। রবিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একছাতার তলায় রক্তদান শিবিরের আয়োজন করছেন পুজো কমিটির সদস্যরা। তবে এবার সাধারণের সুরক্ষার খাতিরেই রক্তদানের জন্য পুজো কমিটির বাইরের কাউকে অনুমতি দেওয়া হয়নি।

উল্লেখ্য, গত বছরও সমস্ত কিছু উপেক্ষা করে রেকর্ড সংখ্যক মানুষ রক্তদান করেছিলেন। এবারও তাঁর অন্যথা হবে না বলেই মনে করছেন শিবিরের উদ্যোক্তারা। প্রসঙ্গত, করোনা কালে অনেকবারই রক্তের অভাবের কথা সামনে এসেছে। রক্ত পাওয়ার জন্য হাহাকার পড়ে যায়। সেই করুণ ছবিটাই বারবার চোখের সামনে ভেসে উঠেছে। তবে ঠিকমতো কোভিডবিধি মেনেই রক্তদানের আয়োজন হবে বলে জানা গিয়েছে।