এক নজরে

#TeacherAppointment: SSC’-এর প্রাক্তন উপদেষ্টার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হাইকোর্টের

By admin

March 29, 2022

কলকাতা ব্যুরো: নবম-দশম শ্রেণির বেআইনি শিক্ষক নিয়োগ মামলায় এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে সম্পত্তির হিসেব দিতেই হবে আদালতে। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ উপদেষ্টার আবেদন খারিজ করে সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল রাখল।

উল্লেখ্য, সোমবার সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ। সম্প্রতি নবম ও দশম শ্রেণির গণিতের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আব্দুল গণি আনসারি-সহ বেশ কয়েকজন চাকরিপ্রার্থী। তাঁদের অভিযোগ, মেধা তালিকায় যাঁরা কোনও জায়গা পাননি, তাঁরা চাকরি পেয়েছেন। মেধা তালিকায় অনেক পিছনে থাকা পরীক্ষার্থীরাও নিয়োগপত্র হাতে পেয়েছেন বলে দাবি ওই চাকরিপ্রার্থীদের। বেনিয়ম নজরে আসে হাইকোর্টেরও।

দিন তিনেক আগে এই সংক্রান্ত মামলায় এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন আহ্বায়ক ড: শান্তিপ্রসাদ সিনহার যাবতীয় সম্পত্তির হিসেব তলব করেছিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন শান্তিপ্রসাদ সিনহা। সেই মামলাতেই সোমবার অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ উপদেষ্টা সিনহার আবেদন খারিজ করে সিঙ্গেল বেঞ্চের নির্দেশই বহাল রাখল।

প্রসঙ্গত, গ্রুপ সি নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছিল। তদন্তের স্বার্থে গঠন করা হয়েছিল অনুসন্ধান কমিটি। ১৫ ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার হাই কোর্টে ওই অনুসন্ধান কমিটির রিপোর্ট পেশ করার ছিল। কিন্তু এদিন কমিটির তরফে কেউ যাননি বলেই খবর। এতেই ক্ষুব্ধ হন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালত অবমাননার অভিযোগ তুলে অনুসন্ধান কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয় আদালত। পাশাপাশি, গ্রুপ ডি দুর্নীতি মামলার তদন্তের ভার ফের দেওয়া হয় সিবিআইকেই।