এক নজরে

মাথায় অস্ত্রোপচার, ভেন্টিলেশনে প্রণব

By admin

August 10, 2020

কলকাতা ব্যুরো: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা সংকটজনক। দিল্লির আর্মি হাসপাতালে তিনি এখন ভেন্টিলেশনে চিকিৎসাধীন।চিকিৎসকরা জানাচ্ছেন, প্রণববাবুর শারীরিক পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। তাঁর মাথায় একটি অস্ত্রোপচার করতে হয়েছে। দুদিন আগে তিনি বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পান। সেকারণেই তিনি আজ সকালে হাসপাতালে গিয়েছিলেন। তখন করোনা পরীক্ষায় জানা যায়, প্রাক্তন রাষ্ট্রপতির রিপোর্ট পজিটিভ। এরপর চিকিৎসকদের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হন। সোমবার সন্ধ্যায় তাঁর মাথায় অস্ত্রোপচার শেষ হয়েছে। তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণের আশঙ্কা করছেন চিকিৎসকরা। সংবাদ সংস্থাকে তাঁরা জানিয়েছেন, আপাতত ৯৬ ঘণ্টা প্রণববাবুকে পর্যবেক্ষণে রাখতে হবে। তার আগে কিছু বলা সম্ভব নয়। করোনা পজিটিভ হলেও তাঁর শরীরে কোন উপসর্গ ছিল না। তবে চিকিৎসকদের কারও কারও মতে, করোনায় আক্রান্ত হয়েছিলেন বলে হয়তো প্রণববাবু শারীরিক ভারসাম্য হারিয়ে বাথরুমে পড়ে গিয়েছিলেন। তাঁর শারীরিক পরিস্থিতির খবরে উদ্বিগ্ন গোটা দেশ। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়মিত তাঁর খোঁজখবর রাখছেন। সনিয়া গান্ধীও খবর নিচ্ছেন। টুইটে প্রাক্তন রাষ্ট্রপতির আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী প্রমুখ।