কলকাতা ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যের প্রাক্তন অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় মারা গেলেন। কলকাতার একটি বেসরকারী হাসপাতালে আজ রাত আটটা নাগাদ তাঁর মৃত্যু হয়। শারীরিক কিছু সমস্যা নিয়ে তিনি হাসপাতালে কয়েক দিন আগে ভর্তি হয়েছিলেন। বয়েস হয়েছিল ৮২ বছর। অনুবাদ সাহিত্যের জন্য সাহিত্য একাডেমী পুরস্কার পেয়েছিলেন। ক্রীড়া সাহিত্য, লাতিন আমেরিকার সাহিত্য, বিশেষ করে মার্কেজ, ফুয়েন্তেস, হুয়ান রুলফোর অনুবাদ তাঁর অন্যতম কাজ।
অনুবাদ সাহিত্যে স্বনামধন্য এই অধ্যাপক বেশ কিছু বই লিখেছেন। বুধবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু এ দিন হঠাৎই ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, আগে নেগেটিভ হলেও শেষবারের কোভিড পরীক্ষায় তাঁর রিপোর্ট পজিটিভ আসে।
Previous Articleইতিহাসের আলোয় অযোধ্যা বিতর্ক
Next Article ভক্ত আর ভগবানের মধ্যে কেউ না থাকলেও চলে
Related Posts
Add A Comment