এক নজরে

বন ও বন্যপ্রান সংরক্ষণ শিবির

By admin

January 14, 2022

কলকাতা ব্যুরো: আসানসোল-দুর্গাপুর বনদফতরের উদ্দ্যেগে বৃহস্পতিবার বারাবনি ব্লকের গৌরান্ডি বিট অফিসে প্রায় ৫০ জন বনরক্ষী এবং বন কর্মীদের প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়। পাশাপাশি বন ও বন্যপ্রাণীর সংরক্ষণ নিয়ে সচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপনারায়ানপুর ফরেস্ট রেঞ্জ অফিসার চিরঞ্জীব সাহা, জেলা পরিষদ সদস্য অসিত সিংহ, জেলা পরিষদের বন সংরক্ষণ কর্মাধ্যক্ষ পূজা মাড্ডি, পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ সিংহ, এস আই বলরাম মাহাতো।

এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল এলাকার মানুষজনকে বন্য জীবজন্তুকে রক্ষা করা এবং বনের গাছপালা রক্ষা করা এবং মানুষজনের কাছে অনুরোধ জানানো গাছ লাগানোর অকারণে গাছ না কাটার জন্য। অন্য জীবজন্তুকে না মারার অনুরোধ করা হয়।

সকলকে অনুরোধ জানানো হয় মুখে মাক্স ব্যবহার করার করোনা মহামারী থেকে বাঁচতে।