কলকাতা ব্যুরো: ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যে আত্মহত্যায় সিলমোহর দিল। এই রিপোর্ট আজকেই মুম্বই পুলিশের হাতে এসেছে। খ্যাতনামা এই চলচ্চিত্র অভিনেতার ভিসেরা পরীক্ষার রিপোর্টও আত্মহত্যার যুক্তিতেই সায় দিল। সুশান্ত সিংয়ের নখের পরীক্ষাও করিয়েছে মুম্বই পুলিশ। তাতেও অন্যরকম কোন অস্বাভাবিকতা নেই।
এই পরিস্থিতিতে অভিনেতার মৃত্যু ও তাকে ঘিরে অভিযোগ পাল্টা অভিযোগ কোন দিকে এগোয় সেটাই দেখার।