কলকাতা ব্যুরো: নিম্ন চাপের টানা বৃষ্টিতে ভাসলো বেহালা-ঠাকুরপুকুরের বিস্তীর্ণ এলাকা। বেহালা শীলপাড়ার রাস্তায় নামলো নৌকো। ডায়মন্ডপার্ক এলাকার বাড়ির একতলা জলে ভাসলো। বহু বাড়ির খাবার জলের পাম্প, রিজার্ভর জলের তলায়। ফলে কলকাতা শহরে থেকে বেশ কয়েকটি ওয়ার্ড এখন দ্বীপের মতো বিচ্ছিন্ন। বেহালার বছর বছর জল দাঁড়ানোর সমস্যায় বিরক্ত নাগরিকরা। বাসিন্দারা এখন এই এলাকায় বাড়ি করায় নিজেদের অদৃষ্টকে দায়ী করছেন। কারণ তাঁরা বুঝে গেছেন, পুরসভাকে অভাব অভিযোগ জানানো বা বিক্ষোভ অবরোধ করা, কোনো কিছুতেই জল দাঁড়ানোর সমস্যা কাটবে না।
পুরকর্তারা অবশ্য সাফাই দিচ্ছেন কোভিডকে ঢাল করে। তাঁদের বক্তব্য, এবার করোনার জন্য রাস্তা সাড়াই মাঝপথে থমকে যায়। আবার লকডাউন উঠে গিয়ে আনলক ফেরার পর কাজ শুরু হলেও শ্রমিকদের মধ্যে করোনা ধরা পড়ায় ফের কাজ বন্ধ করতে হয়। ফলে রাস্তা উঁচু না হওয়ায় কাজ আটকে গিয়ে জল জমার সমস্যা হয়েছে।
যদিও জল দাঁড়ানোর পুরোনো সমস্যা এবার রাস্তা সংস্কার হলে কেটে যেতো কি ভাবে তার ব্যাখ্যা নেই পুরসভার বক্তব্যে।