এক নজরে

#StockMarket : সপ্তাহের ওয়াচ লিস্টে রাখতে হবে পাঁচটি স্টক

By admin

April 11, 2022

শেয়ার বাজার থেকে নিয়মিত লাভ করতে যোগাযোগমৈনাক শর্মা8759689108 (call and WhatsApp)

সপ্তাহের শেষ দিনে শুক্রবার ইতিবাচক সাড়া দিয়েই বন্ধ হয় শেয়ার বাজার। বি এস ই বাড়ে ৪১২ পয়েন্ট ৫৯,৪৪৭ এ শেষ করে sensex ও Nifty বাড়ে ১৪ পয়েন্ট যা ০.৮৩ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৭,৭৮৪ র ঘরে।

শেষ দুই দিনে উপরে যাওয়ার কারন হল আর্ বি আই এর ভবিষ্যত্ নীতি। কারন আর বি আই এর ম্যান্ডেটরি পলিসি কমিটি রেপো ও রিভার্স রেপো রেট ৪ ও ৩.৩৫ শতাংশ অর্থাৎ অপরিবর্তিত থাকে।

শেষ দিনে SBI life insurance, JSW স্টীল, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা নিফটির লভ্যাংশের তালিকায় থাকে। নীচে নেমে আসে মাহিন্দ্রা টেক, মারুতি সুজুকি, sun Pharma

তবে বেশ কিছু দিন আগে ১৮০০ কে টপকালেও আপাতত ১৭৭৮৪ র ঘরে বসে Nifty। পরবর্তী সাপোর্ট জোন ১৭৬০০ থেকে ১৭৭৭৮। শেষ দিনে ১৭৬৯৮ র বাজার দর থেকে শুরু করলেও পেরোতে পারেনি প্রতিরোধ জোন কে। ইন্ডিয়া ভিক্স এ কম্পাঙ্কের মাত্রা ১৭.৬৯ মানে রয়েছে বুল রানের আশা

অন্যদিকে Nifty Bank ইতিবাচক ৩৭,৬২০ দিয়ে শুরু হলেও অতিরিক্ত কম্পাঙ্কের মাত্রা থাকায় বাড়ে ১৯৫ পয়েন্ট। শেষ হয় ৩৭৭৫২ র ঘরে।৩৭৭৫০ জোন যোদি ধরে রাখতে পারে তবে পরের লক্ষ্য হবে ৩৮২৫০।

সপ্তাহের শুরুতে ওয়াচ লিস্টে রাখতে হবে পাঁচটি স্টক।

১. ডক্টর রেড্ডিবর্তমান বাজার মূল্য ৪৪৩০। স্টক টি বর্তমানে নিজের প্রতিরোধ জোন কে ছুঁয়ে যায়। কালকে বাজার শুরুতে ৪৪৭৭ এর উপরে যাওয়ার ই হোল্ড করতে হবে নিজের পোর্টফোলিও তে। স্টপ লস হবে ৪৩৮৫ র ঘরে।

২. ভারত ইলেকট্রনিক লিমিটেডবর্তমানে বাজার দর ২৩৯। রয়েছে ইতিবাচক সাড়া। স্টপ লস ২১০

৩. মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রাগত সপ্তাহে ইতিবাচক সাড়া দিয়েই বারে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা। বর্তমান বাজার মূল্য ৮৫৭। আর এস আই টুল রয়েছে ৬৭ , অর্থাৎ আরো বারবার মনোভাব রয়েছে। মাহিন্দ্রা বাড়তে পারে ৯২০। আগে র থেকেই পোর্টফোলিও তে থাকলে বাড়াতে হবে স্টপ লস কেউ। তবে নতুন ভাবে কিনলে নিতে হবে ৮৬০ এর উপরেই।

৪. আই সি আই এলপোর্টফোলিও তে রাখতে হবে দীর্ঘমেয়াদি। বর্তমানে বাজার দর ১৪২। কিনতে হবে ১৮৫ র উপরের দিকে। স্টপ লস হবে ১৬০ থেকে ১৭০ এর ঘরে। স্টক টি মৌলিক ভাবেও মজবুত হওয়ায় রয়েছে ইতিবাচক মনোভাবের আশা।

৫. অ্যাপোলো টায়ারএই সপ্তাহের ওয়াচ লিস্টে র শেষ তালিকায় রয়েছে অ্যাপোলো টায়ার। বর্তমান বাজার মূল্য ২০২। রয়েছে প্রতিরোধ জোন কে ব্র্যাক আউটের ঘরেই। কিনতে হবে ২০৫ এর উপরেই। যেতে পারে ২২৫ বা ২৩০ পরবর্তী প্রতিরোধের দিকে। স্টপ লস হবে ১৮০র দিকেই।

প্রতিটা স্টিক বুল রানের আশা র উত্তিতেই সাজানো হয়েছে প্রথম থেকে পঞ্চম স্থানে। তবে নিজের বিবেচনা ও বিশ্লেষণ অবশ্যই করতে হবে।