কলকাতা ব্যুরো: করোনার থাবা ক্রমশ জোরালো হচ্ছে পুলিশবাহিনীর মধ্যে। কলকাতায় টালা থানার ওসি ও অতিরিক্ত ওসির করোনা ধরাপরায় চিৎপুর থানার অতিরিক্ত ওসিকে কাজ সামাল দেওয়ার দায়িত্ব দিলো লালবাজার। আবার আক্রান্ত বাড়লো বিধাননগর দক্ষিণ থানায়। কনস্টেবল সহ মোট পাঁচ জন করোনা আক্রান্ত। তার মধ্যে তিনজনকে করেইন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। বাকি দুজনকে আইসলেসন এ রাখা হয়েছে। যেহেতু করোনার কোনো লক্ষণ নেই কিন্তু পজিটিভ তাই বিষয়টি চিন্তা বাড়িয়েছে শীর্ষকর্তাদের। থানার কর্তব্যরত অফিসারদের সতর্ক থাকতে বলা হয়েছে।
Previous Articleদিনে ৫০ হাজার করে করোনা রোগী
Next Article আবার হাতির মৃত্যু
Related Posts
Add A Comment